North Dinajpur News: বাড়ির দাওয়ায় জেলাশাসক, শুনলেন সমস্যার কথা
North Dinajpur Update: একাধিক সরকারি প্রকল্প রয়েছে। কিন্তু বাস্তবে সেগুলি উপভোক্তাদের কাছে পৌঁছয় না। সেই সমস্যা মেটাতে খোদ আসরে নামল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: একাধিক সরকারি প্রকল্প রয়েছে। নানা সুবিধেও রয়েছে। কিন্তু বাস্তবে সেগুলি হাতে আসে না। সরকারের তরফ থেকে আদিবাসীদের জন্য গুচ্ছ গুচ্ছ প্রকল্প থাকলেও সেই সুবিধার আলো পৌঁছয় না ওঁদের অন্ধকার ঘরে। এক একটি দিন খাবার জোগাড় করতেও প্রবল চাপে পড়েন দরিদ্র (poor) ওই পরিবারগুলি। এবার তাঁদের সেই সমস্যা মেটাতে খোদ আসরে নামল জেলা প্রশাসন (district administration)। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের (Raiganj) রামপুর গ্রামপঞ্চায়েতের পূর্বপাড়া গ্রামে চলল জনসংযোগ কর্মসূচি।
বাড়ি গেলেন জেলাশাসক
অফিসে ডেকে নয়। সেই গ্রামে গিয়েই সমস্যা সমাধানের চেষ্টা চালালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। রায়গঞ্জের রামপুর গ্রামপঞ্চায়েতের পূর্বপাড়া গ্রামটি আদিবাসী অধ্যুষিত। প্রায় সকলেই অত্যন্ত দরিদ্র। তাঁদের কাছে রাজ্যের প্রকল্পগুলির সুবিধে পৌঁছে দিতে মঙ্গলবার সেই গ্রামে পৌঁছে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক। ওই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন। বাড়ির দাওয়ায় বসে গরিব বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাগুলি শুনলেন খোদ জেলাশাসক (dm)।
সমস্য়া বোঝার চেষ্টা:
রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য নানা ধরনেক প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এইসব প্রকল্পের সুযোগ সুবিধা যাতে ঠিকভাবে আদিবাসী মানুষেরা পেতে পারেন, যে লক্ষ্যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যাতে পূরণ হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা প্রশাসন। মঙ্গলবার পূর্বপাড়া গ্রামে জনসংযোগ কর্মসূচিতে জেলার একাধিক প্রশাসনিক কর্তাদের সঙ্গে মত বিনিময় করেন আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা।
উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন, 'আদিবাসী শ্রেণির কল্যাণে রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের সুবিধা যাতে ওই সম্প্রদায়ের মানুষেরা পান সেজন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এই প্রয়াস জারি থাকবে।' গ্রামে জেলা প্রশাসনিক কর্তারা এসে সমস্যার কথা শোনায় শীঘ্রই সমস্যা সমাধানের আশায় বাসিন্দারা।