Mamata Banerjee: 'অভিষেক ভাল বক্তব্য রাখবে, কাল হয়ত ওকে নোটিস দেবে, বাচ্চাটাকেও দেবে', তোপ মমতার
Abhishek Banerjee: বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ করেছে প্রায় সব বিরোধীই। বাংলার ক্ষেত্রেও একই ছবি। তৃণমূলও একই অভিযোগে বিদ্ধ করছে বিজেপিকে।

কলকাতা: বিরোধীদের রুখতে বারবার রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে (Central Agencies)। এই অভিযোগ গোড়া থেকে করে এসেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, ভোটের ময়দানে আটকাতে না পেরে বিজেপি তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ইডি-সিবিআইকে কাজে লাগাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেও ফের একই অভিযোগ শোনা গেল তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। এর আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারি নিয়েও মুখ খুলেছিলেন তিনি।
মমতার তোপ:
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ সবাইকে ইডি-সিবিআই দেখায়। প্ল্যান কী? ভোট এলেই অরূপ-ববি-চন্দ্রিমা-মলয়কে গ্রেফতার করো। যাতে তৃণমূল না জেতে। আমাকেও গ্রেফতার করো না। বুঝতে পারবে কী হয়। ভোটের আগে তো মেরেছিল। আমি যদি জেলেও থাকি, ফুটো দিয়ে বেরিয়ে আসব।' তিনি আরও বলেনে, 'আজ অভিষেক এত ভাল বক্তৃতা দেবে, কাল হয়ত ওকে নোটিস দেবে। বউকেও দেবে, বাচ্চাটাকেও দেবে। ওকে সঙ্গে করে নিয়ে যাস।'
এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ হয়। তারপরে ২২ জুলাই এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর ১৯ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও দুর্নীতি ইস্যুতে বিজেপি-সিপিএমের দিকে তোপ দেগেছেন মমতা। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করারও অভিযোগ তুলেছেন।
শিক্ষক নিয়োগ মামলা নিয়ে তোপ:
এদিন মমতা বলেন, 'হাজারটা ঘটনার মধ্যে, ১১ বছরের শাসনে টাকা পায়নি, কোনও সুযোগ পায়নি, শুধু লাঞ্ছনা পেয়েছি, বঞ্চনা পেয়েছি, তবু শিক্ষা নিয়ে যা অপপ্রচার করা হচ্ছে, শিক্ষা নিয়ে যাঁরা অপপ্রচার করে বেড়াচ্ছেন। কোর্টে মামলা চলছে, সেটা নিয়ে কথা বলব না। কিন্তু আপনারা বলুন তো, কত ছেলে-মেয়েরা শিক্ষকের চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএমের (CPIM) আমলে? লিস্ট কোথায়? আলমারি কোথায়? তথ্য কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো আর চাকরি দেয়ছ, ওই গদ্দার অধিকারীরাই আমাকে বলত। আর আজ তৃণমূলকে বলছ চোর।' তিনি আরও বলেন, 'স্কুল সার্ভিস- স্কুল ও কলেজ নিয়ে মাত্র ১০ বছরে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০টি চাকরি দিয়েছি। শুধু শিক্ষকের চাকরি। অভিযোগ গেছে কটা, আকাশ-বিকাশবাবুরা? অভিযোগ ২০০টি। তাও বলেছিলাম করে দেবে, কাজ করতে গেলে একটু ভুল হয়। অশোক গঙ্গোপাধ্যায় বলেছিলেন- ভুল হলে শোধরানো যেতে পারে। সেটা আমরা সুযোগ পাইনি।'
আরও পড়ুন: 'সম্পত্তি বৃদ্ধি কেস! এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে।', কটাক্ষ মমতার























