Nadia: পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত ৩ বছরের শিশু, প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের
Nadia News: জানা গেছে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল ওই শিশুটি। সেই সময়ে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় একরত্তির।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। পণ্যবাহী ট্রাকের (overloaded truck) ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর। ব্যপক উত্তেজনা ছড়াল নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায়।
ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
নদিয়ার নাকাশিপাড়ার উত্তর বহিরগাছিতে উত্তেজনা। পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু তিন বছরের শিশুর। স্থানীয় বাসিন্দারা বেথুয়াডহরী-বার্ণিয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখেন।
জানা গেছে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল ওই শিশুটি। সেই সময়ে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় একরত্তির। এর প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ শুরু করেন। নাকাশিপাড়া থানার পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা।
অবরোধকারীদের দাবি বেথুয়াডহরী টোল প্লাজায় টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ওভারলোড পণ্যবাহী ট্রাকগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তা দিয়ে পণ্যবাহী ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশ অবরোধকারীদের কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে।
আরও পড়ুন: Anubrata Mondal: গরু পাচারকাণ্ড মামলায় হাজিরা দিতে সিবিআই দফতরে তৃণমূল নেতা
বেপরোয়া লরির ধাক্কায় আহত পথচারী
সাতসকালে শহরে বেপরোয়া লরির (reckless lorry) তাণ্ডব। রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় আজাদগড়ে পরপর পথচারীদের (Pedestrian) ধাক্কা বেপরোয়া লরির। দ্রুতগতির লরির ধাক্কায় আহত ৫ জন। লরির চালক ও খালাসিকে আটক করা হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
অভিযোগ পেয়ে ঘটনার কথা জানতে পেরে এই লরিটির পিছনে ধাওয়া করে পুলিশ। এরপর ট্রাম ডিপোর কাছ থেকে লরিটিকে আটক করা হয়। লরির চালক ও খালাসিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু কীভাবে এত বড় দুর্ঘটনা, কেন এমন করলেন চালক, এছাড়া চালক কী অবস্থায় লরি চালাচ্ছিলেন সব খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা।