Paresh Adhikari Update: কলকাতায় পরেশ অধিকারী, গন্তব্য কি নিজাম প্যালেস?
এর পর কলকাতায় এসে পৌঁছন পরেশ অধিকারী। এর পর গাড়ি করে রওনা দেন পরেশ। তাহলে কোথায় যাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী? অন্যদিকে নিজাম প্যালেসে চূড়ান্ত তৎপরতা সিবিআইয়ের।
কলকাতা: বাগডোগরা বিমানবন্দরে দেখা গিয়েছিল পরেশ অধিকারীকে (Paresh Adhikari)। এর পর কলকাতায় (Kolkata) এসে পৌঁছন পরেশ অধিকারী (Paresh Adhikari)। এর পর গাড়ি করে রওনা দেন পরেশ। বিমানবন্দরে নেমে নিজাম প্যালেসের দিকেই এগোতে দেখা যায় তাঁকে। তাহলে কোথায় যাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী?
অন্যদিকে নিজাম প্যালেসে (Nizam Palace) চূড়ান্ত তৎপরতা সিবিআইয়ের (CBI)। নিজাম প্যালেসে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর প্রকাশ ডিরেক্টর। পরেশকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নমালা তৈরি করেছে সিবিআই (CBI)। কীভাবে মেয়ে চাকরি পেল? জানতে চাওয়া হবে পরেশের কাছে। ‘কম নম্বর পেয়েও কীভাবে চাকরি পেলেন পরেশের মেয়ে? প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে মেয়ের চাকরির বিষয়ে কী কথা পরেশের। কী শর্তে নম্বর কম পেয়েও ওয়েটিং লিস্টের ১ নম্বরে অঙ্কিতার নাম? পরেশ অধিকারীর কাছে জানতে চাইবে সিবিআই।
পরেশ বাবু’র প্রত্যাবর্তন: দেড় দিন উধাও থাকার পর অবশেষে ‘পরেশ বাবু’র প্রত্যাবর্তন! কলকাতায় এলেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। প্রথমবার কলকাতায় আসতে গিয়ে বর্ধমানেই নেমে পড়েছিলেন। ফিরে গেছিলেন কোচবিহারে। অবশেষে হাইকোর্টের হুঁশিয়ারির পর এলেন কলকাতায়! তবে তার আগেই SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করল CBI। তবে শিক্ষাপ্রতিমন্ত্রীর দেখা মিললেও কোথায় মেয়ে অঙ্কিতা? এখনও তাঁর দেখা মেলেনি।
দিনভর টানটান নাটক: গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে সকাল থেকে চলে টানটান নাটক। কলকাতায় আসার জন্য মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছিলেন তিনি। কিন্তু নেমে গেলেন বর্ধমানে! নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অন্তরালে থেকেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান তিনি। কিন্তু, স্বস্তি মেলেনি। শিক্ষা প্রতিমন্ত্রী কোথায় গেলেন? প্রশ্ন তুলে আজ পথে নামে এসএফআই।
উধাও পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা: ঠিক সময়ে শিয়ালদায় হাজির পদাতিক এক্সপ্রেস। কিন্তু দেখা মিলল না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতার। কোথায় গেলেন তাঁরা? CBI-এর সামনে হাজির হতে মঙ্গলবার সন্ধেয় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতায় আসার জন্য পদাতিক এক্সপ্রেসে ওঠেন শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ে। কিন্তু, ট্রেন শিয়ালদায় পৌঁছলেও, তাঁরা না পৌঁছনোয় প্রশ্ন ওঠে। মাঝপথেই কেন ট্রেন থেকে নেমে গেলেন? এই সব প্রশ্ন দুপুরে সামনে আসে এই ফুটেজ।
এ দিন ভোর ৪.৫২ নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। ছবিতে দেখা যায়, মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন পরেশ অধিকারী। সূত্রের খবর, স্টেশনের বাইরে বেরিয়ে মেয়েকে নিয়ে পরেশ অধিকারী একটি সাদা গাড়িতে উঠে চলে যান। কিন্তু তিনি কলকাতা না দুর্গাপুর, কোন দিকে রওনা হন, তা জানা যায়নি। এরইমধ্যে ফের নতুন মোড়।
অন্তরালে থেকেই CBI হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু, সেই মামলা গ্রহণ করেনি বিচারপতি টন্ডনের বেঞ্চ। শেষে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে।