Parliament : বিধানসভায় পিএসি-র পাল্টা? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সুদীপকে সরিয়ে বসানো হল লকেটকে
TMC- BJP : আপাতত একটিও কমিটির মাথায় রইলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। যদিও বিভিন্ন অন্য স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান পদে রয়েছেন বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee of Assembly) পাল্টা কি এবার সংসদে (Parliament)? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। আজকেই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে, যেখানে খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে। যার জেরে এই মুহূর্তে সংসদের কোনও কমিটিরই চেয়ারম্যান পদ পায়নি তৃণমূল। এদিকে, নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত লকেট চট্টোপাধ্য়ায়।
পিএসি তরজা
রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ পায়নি বিরোধী দল বিজেপি। প্রথা ভেঙে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ সম্প্রতি দেওয়া হয়নি বিজেপিকে। তাই কি পাল্টা স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে? প্রশ্ন রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, প্রত্যেক অগাস্ট- সেপ্টেম্বর মাস নাগাদ বিভিন্ন সংসদীয় কমিটি ঘোষণা করা হয়। যেখানে বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দলের নেতা-নেত্রীদের বসানোরই দস্তুর। সেই মতোই খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এই একটি কমিটিতেই চেয়ারম্যানের পদ ছিল তৃণমূলের দায়িত্বে। কিন্তু এবার সেটিতেও করা হল পরিবর্তন। যার জেরে আপাতত একটিও কমিটির মাথায় রইলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। যদিও বিভিন্ন অন্য স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান পদে রয়েছেন বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা।
NEW Standing committees announced.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 4, 2022
Third largest party in #Parliament, @AITCofficial also 2nd largest opposition party, DOES NOT GET EVEN ONE chairmanship. Also, largest oppn party loses two crucial chairmanships of Parliament committees.
This is the stark reality of New India
তৃণমূলের নিশানা, পাল্টা বিজেপির
তৃতীয় বড় দল, তাও কোনও কমিটির মাথায় নেই, ট্যুইটে আক্রমণ শানিয়েছেন ডেরেক ও ব্রায়েন (Dereck O Brien)। যদিও যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'পশ্চিমবঙ্গের তো একমাত্র বিরোধী দল বিজেপি, কিন্তু পিএসসি চেয়ারম্যানের পদ তো আমাদের নেই। নিজের বিধানসভা ক্ষেত্রে কাজ করতে পারেন না বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা নিজের বিধানসভা কেন্দ্রে ঠিকমতো কর্মসূচি পালন করতে পারেন না। তবে পিএসি-র সঙ্গে এটার সামঞ্জস্য খোঁজার কোনও মানে নেই। করা যেতে পারে বলেই করা হয়েছে বদল।'