Partha Chatterjee: 'পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হোক’, সুপারিশ বিচারপতির
SSC Case: ডিভিশন বেঞ্চের রায়ের পর, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তখনই এমন সুপারিশ করেন তিনি।
কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায ফের চাপে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবারই এসএসসির সাতটি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফের পাঠানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। তার কিছুক্ষণ পরেই এদিনই সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী ফিরদৌস শামিম।
তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আজ, বুধবার সন্ধে ছটার আগে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পাশাপাশি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একটি সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কী সুপারিশ:
‘পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যহতি দেওয়া হোক’। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে এমনই সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার খুব ভাল কাজ করছে। ত্রিপুরায় বাম জমায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, বিস্তারিত কোনও বক্তব্য আমরা রাখছি না। এত ভাল কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে। মানুষ উপকার পাচ্ছেন। যদিও মুষ্টিমেয় কারও কোনও কাজে সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাহলে দল বা সরকারকে দায়ী করা ঠিক নয়। দল সেই কাজকে সমর্থন করবে না।' তিনি আরও বলেন, 'আদালতের এই জায়গা মুখ্যমন্ত্রীর উপর ছেড়ে দেওয়াই ভাল।'
এসএসসির একাধিক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণি-সহ একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও তারপরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় এবং সব মামলা ফের শুনানি হবে বলে জানানো হয়। এরপর ডিভিশন বেঞ্চ বাগ কমিটি গঠন করে নিয়োগ-দুর্নীতির উপর রিপোর্ট তৈরি করার জন্য। সেই কমিটি রিপোর্ট তৈরি করে ডিভিশন বেঞ্চে জমা দেয়। সেখানে বলা হয়েছিল, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তৈরির জন্য যে অনুমোদন দিয়েছিলেন তা সম্পূর্ণ বেআইনি ছিল। এমনকি ওই উপদেষ্টা কমিটির কাজ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকাও সিবিআই স্ক্যানারে এসেছে। আজ, বুধবার শুনানি পরে সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: 'সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই', এসএসসি দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্ত