Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ-সহ আজ ফের আদালতে পেশ ৭
সিবিআই সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে।
পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, (Partha Chatterjee) সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)-সহ ৭ জনকে আলিপুর আদালতে (Alipur Court) পেশ করবে সিবিআই। এই ৭ জনের মধ্যে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-ও রয়েছেন। সিবিআই সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে।
এর আগে জানা গিয়েছিল, ED-র নিয়োগ-দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতেই থাকছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। পাশাপাশি, ED-র টাকা উদ্ধার-মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। ভার্চুয়াল হাজিরায় পার্থ জানান, তাঁর শরীর ভাল নেই। একই দাবি করেন অর্পিতাও। যে সেলে তাঁকে রাখা হয়েছে, সেখানে তিনি ভাল নেই বলে দাবি করেন অর্পিতা। বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান নগর দায়রা আদালতের বিচারক।
অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি: অন্যদিকে গরুপাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি করল সিবিআই। আদালতে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, সম্প্রতি বীরভূমের সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বিচারক জানতে চান, এর সঙ্গে অনুব্রতর যোগ কোথায়। সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেন, এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে। যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁরা অনেকেই বিষয়টি জানেন না, এমনকি সই পর্যন্ত করেননি। ব্যাঙ্কেও যাননি ওই গ্রাহকরা। আধার কার্ডের কপি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে। এছাড়া, একজনই ২০০টি অ্যাকাউন্ট খুলেছেন বলে আদালতে জানান সিবিআইয়ের তদন্তকারী অফিসার। আদালতে সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় আরও কয়েকটি গাড়ির হদিশ পেয়েছে তারা। এদিন আদালতে তোলার আগে আসানসোল জেলে গেলেও, সময়ের অভাবে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারেননি সিবিআই আধিকারিকরা।আজও জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন অনুব্রত।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধেও আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসার দাবি করেন, সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট সংক্রান্ত দুর্নীতিতে সায়গলের যোগ রয়েছে। অনেকের বয়ানেই অনুব্রতর দেহরক্ষীর নাম উঠে এসেছে। এই কারণে দিল্লির তিহাড় জেলে গিয়ে সায়গলকে জেরা করতে চায় সিবিআই। এদিন আসানসোল আদালতে জানান তদন্তকারী অফিসার।