Durgapur News: দুর্গাপুরে সরকারি জমিতে ছিল তৃণমূল কার্যালয়, বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ADDA !
TMC Office Eviction: মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বেশকিছু জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও নড়েচড়ে বসে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি জমিতে তৈরি হয়েছিল তৃণমূল পার্টি অফিস। এবার সেই অফিসের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সরকারি জায়গা দখল করে শাসকদলের অফিস নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক চলছে। চাপের মুখে পড়ে দিনকয়েক আগে পার্টি অফিসের টিনের শেড খুলে দেন তৃণমূল কর্মীরাই। গতকাল বুলডোজার চালিয়ে বেআইনি কাঠামো ভেঙে দেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বেশকিছু জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও নড়েচড়ে বসে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বেশকিছু জায়গায় নোটিস করা হয় যেখানে সরকারি জমি দখল করে দোকান, হোটেল বা দলীয় কার্যালয় তৈরি হয়েছিল। এরপরই সিটি সেন্টারে তৃণমূলের ওই কার্যালয়ে টিনের শেড খুলে নিয়েছিলেন তৃণমূল কর্মীরা। যদিও কংক্রিটের কাঠামো ছিল। আজ অন্যান্য দোকান উচ্ছেদের সময় ওই কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সিটি সেন্টারে তৃণমূলের অটো ইউনিয়নের কার্যালয়ও ভাঙতে দেখা যায়। কিন্তু, বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি আধিকারিকদের। যদিও এক ঘণ্টার মধ্যে তা সরিয়ে না নিলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন আধিকারিকরা। এরপর নিজেরাই সেগুলো খুলে সরিয়ে নেন অটো ইউনিয়নের সদস্যরা।
বিজেপির কটাক্ষ, এর আগে দোকান, ক্লাব উচ্ছেদ করা হলেও তৃণমূলের পার্টি অফিসে হাত পড়েনি। এবার চাপের মুখে এই সিদ্ধান্ত।
যদিও তৃণমূলের হকার্স ইউনিয়নের নেতৃত্বের দাবি, মাত্র ২ দিনের নোটিসে কাঠামো ভাঙা হয়েছে।
যদিও নিয়ম মেনে ৭ দিন আগে নোটিস দেওয়া হয়েছে বলে দাবি করে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
অন্যদিকে এবিপি আনন্দের খবরের জেরে বারাসাতে সরকারি জমিতে তৈরি করা তৃণমূলের পার্টি অফিসের জরিপ শুরু করল প্রশাসন। প্রসঙ্গত, জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ চললেও, উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আজও সরকারি জমিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে তৃণমূলের পার্টি অফিস। শুধু তাই নয়, ২৬ নম্বর ওয়ার্ডের হাটখোলার এই পার্টি অফিস দোতলা করতে তোলা হয়েছে কংক্রিটের পিলারও। গত শনিবার এই খবর সম্প্রচারিত হয়ে এবিপি আনন্দে। আর সোমবার পার্টি অফিসের জমি জরিপ করলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।