Kurmi Movement: দেওয়াল রাজনৈতিক প্রচার বন্ধের ডাক কুড়মি নেতাদের, পাল্টা নিশানা তৃণমূল নেতার
Paschim Medinipur: তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়েছেন কুড়মি সমাজের নেতারা।
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: কুড়মি সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে তোগ দাগলেন তৃণমূল নেতা অজিত মাইতি। জঙ্গলমহলে রাজনৈতিক প্রচারে দেওয়াল লিখন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজের নেতারা। তারই পাল্টা হিসেবে কুড়মি নেতাদের নিশানা করলেন অজিত মাইতি। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়েছেন কুড়মি সমাজের নেতারা।
তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'কুড়মি ভাইদের নিয়ে যে একটা অত্যন্ত নোংরা খেলা চলছে, আমারা দেখতে পাচ্ছি চতুর্দিকে, কারণ, কুড়মি ভাইদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। কিছু স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বুঝিয়ে ... আমার ধারণা বিজেপি তাদের উস্কানি দিয়ে, সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে।' তাদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করার পক্ষে কুড়মিদের যে দেওয়াল লিখন চলছিল, সেই ঘটনায় কুড়মিদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটার অজিত মাইতি। তাঁর হুঁশিয়ারি, কোথাও দেওয়াল লিখন বন্ধ হবে না।
বঞ্চনার প্রতিবাদে আগেই রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে কুড়মিরা। বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচারও বন্ধ করতে চান তাঁরা। ভোটের জন্য দেওয়াল দখল বন্ধ করতে দেওয়াল লিখেই হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। কয়েকদিন আগেই যে ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে। শনিবার মেদিনীপুরে এনিয়ে কুড়মি সমাজকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। এই প্রেক্ষিতে কুড়মি সমাজের পাল্টা হুঁশিয়ারি, উস্কানিমূলক মন্তব্যের কারণে কোথাও আশান্ত হলে তার দায় তৃণমূল নেতাকেই নিতে হবে।
কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবি নিয়ে সাম্প্রতিক অতীতে দফায় দফায় রেল-রাস্তা অবরোধ করেছেন কুড়মিরা। ১১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেন সংগঠনের নেতারা। তাতে সমাধান সূত্র মেলেনি। এই প্রেক্ষাপটে, বঞ্চনার অভিযোগে সমস্ত রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলা ও তাদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মিরা।
তৃণমূলকে পাল্টা নিশানা করতে দেরি করেনি বিরোধীরাও। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, 'এই মন্তব্য গন্ডগোল লাগানোর চক্রান্ত।' এই আবহেই আবার কুড়মিদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূলের মেদিনীপুর জেলা নেতৃত্ব।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে