Narendra Modi: 'শুধু তৃণমূল নয়, কোনও শক্তি মোদির সংকল্পকে আটকাতে পারবে না', বঙ্গে এসে বার্তা প্রধানমন্ত্রীর
PM Modi Rally: গ্যারান্টির কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, '১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি'।
কলকাতা: শেষ দফা ভোটের (Lok Sabha Election) আগে আজ ফের বঙ্গে এসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন রাজ্যে এসেই অশোকনগরে সভা করেন মোদি (Modi)। সেই সভা থেকেই দুর্নীতি থেকে বিজেপির জয়, সব নিয়েই সুর চড়ান তিনি।
এদিন বিজেপির 'সংকল্প সভা' থেকে মোদি বলেন, 'পূর্ব ভারতের উন্নয়নে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা সবাই মিলে সাইক্লোনের মোকাবিলা করেছি। কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে। একটা সময় ছিল বাংলা লক্ষ লক্ষ দেশবাসীকে রোজগার দিত। এখন বাংলায় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রথমে কংগ্রেস, পরে বাম, পরে তৃণমূল কংগ্রেস দুই হাত দিয়ে লুঠ করছে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল বাংলার অপরাধী। তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সহযোগী বামেরা'।
এরপরই গ্যারান্টির কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, '১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি। প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। বাংলার লুঠ করা সম্পত্তি যাতে মানুষ ফেরত পায়, তার জন্য চেষ্টা করছি'।
আরও পড়ুন, '২০০০ টাকায় বিকোবে না আপনাদের মেয়ে', মোদির সভা থেকে বার্তা রেখা পাত্রর
মোদির কথায়, 'ইন্ডিয়া জোট মধ্যবিত্তের এক্স-রে বার করার কথা বলছে। নরেন্দ্র মোদি এই দুর্নীতিবাজদের এক্স-রে বার করবে। এমন এক্স-রে বার করব, যাতে আগামীতে দুর্নীতি করার আগে একশো বার ভাববে। সভায় আসার পতে সাড়ে তিন কিলোমিটার রাস্তাজুড়ে এমনই ভিড় ছিল। তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বাংলার উন্নয়নের কোনও চিন্তা নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে