সাতসকালে ডা. আসফাকুল্লার বাড়িতে পুলিশ ! 'সাহস থাকলে আরজি করে আসুন' সরব চিকিৎসক
বাড়িতে বাবা নেই। তিনি গত হয়েছেন। রয়েছেন মা ও ছোট ভাই-বোনেরা। হঠাৎ করে তাঁদের ভয় দেখানো হল কেন, এই প্রশ্ন তুলেছেন আসফাকুল্লা।

কলকাতা : আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। অভয়ার বিচারের দাবিতে তিনি প্রথম থেকেই সরব। ইদানিং সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিভিন্ন ইস্যুতেই তাঁকে ন্যায়ের পক্ষে কলম ধরতে দেখা যায়। এবার আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার বাড়িতে সাতসকালে হাজির হল পুলিশ। ফেসবুক লাইভে দাবি করেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসক।
তিনি জানান, আপাতত আর জি কর মেডিক্যালেই আছেন তিনি। বাড়ি প্রত্যন্ত গ্রামে কাকদ্বীপে। সেখানে সকাল একদল পুলিশ গিয়ে তল্লাশি চালায় বলে দাবি চিকিৎসকের। তিনি জানান, প্রথমে সই-তারিখ ছাড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নোটিস যায়। তারপরই তাঁর ই বাড়িতে পুলিশ পৌঁছে যায়। আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার অভিযোগ, বৃহস্পতিবার সকালে ৩০-৪০ জন পুলিশকর্মী আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয়। তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর্স অ্যাসোসিয়েশন সম্প্রতি অভিযোগ আনে, 'PGT আসফাকুল্লা‘ নিয়ম বহির্ভূতভাবে নিজেকে ENT বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে চিকিৎসা করেছেন। সূত্রের খবর, অভিযোগের জবাব চেয়ে ডা. আসফাকুল্লা নাইয়াকে চিঠি দেয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলও। সাত দিনের মধ্যে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
আসফাকুল্লার আশঙ্কা, পুলিশি তল্লাশির নামে যদি কেউ তাঁর বাড়িতে গিয়ে কোনও জিনিস রেখে আসে, তখন কী হবে। তাঁর বাড়িতে বাবা নেই। তিনি গত হয়েছেন। রয়েছেন মা ও ছোট ভাই-বোনেরা। হঠাৎ করে তাঁদের ভয় দেখানো হল কেন, এই প্রশ্ন তুলেছেন আসফাকুল্লা। তিনি পুলিশকে সরাসরি বলেন, তিনি আর জি কর মেডিক্যালে আছেন। দরকারে তাঁর সঙ্গে দেখা করুক পুলিশ, শুধু শুধু বাড়ির লোকেদের হয়রান করা হচ্ছে কেন, প্রশ্ন তোলেন তিনি। পুলিশ ও নোটিস পাঠিয়ে আন্দোলন দমানো যাবে না, দাবি করেছেন চিকিৎসক অনিকেত মাহাতো।
আরও পড়ুন :
গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা






















