Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া তথ্য! অয়ন শীলকে জেরা করল CBI
West Bengal News: যোগ্য় চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে জটিলতার মাঝেই, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করলেন ২ জন সিবিআই অফিসার
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সোমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করল সিবিআই। প্রায় তিন ঘণ্টা চলে জেরা পর্ব। শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার জেরার মুখে পড়লেন অয়ন শীল।
অয়ন শীলকে জেরা করল CBI: যোগ্য় চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে জটিলতার মাঝেই, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করলেন ২ জন সিবিআই অফিসার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটারকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দুপুর ১২ টায়, প্রেসিডেন্সি জেলে যান সিবিআইয়ের দু'জন আধিকারিক। প্রায় তিন ঘণ্টা চলে অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ পর্ব। শনিবারই নিয়োগ দুর্নীতির তদন্তে প্রেসিডেন্সি জেলে গিয়ে কালীঘাটের কাকুকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর ২ জন অফিসার নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন।
নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছিল। সেই বিষয়ে সুজয়কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলকে জেরার প্রয়োজন ছিল। তিনজনকে জেরা করতে চেয়ে আলিপুর সিবিআই কোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সুজয়কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হলেও অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩৭ ঘণ্টা জেরার পরে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রফতার করেছিল ইডি। ১৯ মার্চ প্রোমোটার অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্কও। ABS ইনফোজোন ও এমআর শিট বিকৃত করেছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ১১৩ পাতার চার্জশিট দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেতু হিসেবে কাজ করেছে অয়ন শীল। পুর নিয়োগের পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও উঠে আসে অয়ন শীলের নাম। ১৭টি পুরসভায় অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১ হাজার ৮২৯ জনের অবৈধ নিয়োগ হয়েছে। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই নিয়োগে করা হয়েছে দুর্নীতি। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট জমা দিয়ে দাবি করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত অয়ন শীলকে হেফাজতে নেয় সিবিআই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: গরমে পুড়ছে বাংলা, কবে থেকে বৃষ্টি? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস