Burdawan News: পুকুর ভরাটকে কেন্দ্র করে অশান্ত বর্ধমান, চলল গুলি, শুরু অভিযোগ-পাল্টা অভিযোগের পালা
District News: ঘটনাটি বর্ধমান শহরের ১৮ নং ওয়ার্ডের গোলাহাট এলাকার। পুকুর ভরাটকে কেন্দ্র করে চলল চার থেকে পাঁচ রাউণ্ড গুলি, অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমানের।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বর্ধমান (Burdawan)। ঘটনাটি বর্ধমান শহরের ১৮ নং ওয়ার্ডের গোলাহাট এলাকার। পুকুর ভরাটকে কেন্দ্র করে চলল চার থেকে পাঁচ রাউণ্ড গুলি, অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমানের। আত্মরক্ষার্থে লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে এক রাউণ্ড শূণ্যে গুলি চালানো হয়েছে বলে দাবি অভিযুক্ত সাবির আলি শেখের পরিবারের। ঘটনাস্থলে পৌছে বর্ধমান থানার পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমান ও তাঁর অনুগামীদের সাথে স্থানীয় ব্যবসায়ী সাবির আলি শেখের অশান্তি বেশ কয়েক দিন ধরেই চলছিল। প্রদীপ রহমানের অভিযোগ, সাবির আলি তাঁর বাড়ি লাগোয়া একটি পুকুর ভরাট করায় কিছু স্থানীয় মানুষজন পুরসভা ও জেলাপ্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। তারপরেই নাকি সাবির আলির পক্ষ থেকে হুমকিও দেওয়া হচ্ছিল বলে দাবি করা তৃণমূল নেতার।
প্রদীপ রহমানের আরও অভিযোগ, তাঁর মামা সানে আলম রাতে পার্টি অফিসের মিটিং শেষে বাড়ি ফেরার সময় সাবির আলির পরিবার তাঁকে গালিগালাজ তো করেই, পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হয়। প্রতিবাদ করলে শুরু হয় মারধর। খবর পেয়ে পার্টি অফিসের অন্যান্য তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছল। তাঁরা সেখানে পৌঁছলে সাবির আলির বাড়ি থেকে চার থেকে পাঁচ রাউণ্ড গুলি চালানো হয় বলে খবর।
অভিযোগ, বাইরে থেকে নিয়ে আসা দুস্কৃতিরাF গুলি ছোড়ে। এমনকি মারধরের ফলে দুইজন আহত হয় বলেও দাবি প্রদীপ রহমানের। সাবির আলির পরিবার পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণভাবেই অস্বীকার করে। পাল্টা তাঁদের দাবি, কয়েকদিন আগে প্রদীপ রহমান ও তাঁর অনুগামীরা তাঁদের জায়গা দখল করার চেষ্টা করলে তাঁরা প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় আমাদের তাঁদের উপরেই চড়াও হয় প্রদীপ রহমানের অনুগামীরা। তাঁরা এই বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ জানায়।
তাঁরা বলেন , 'থানায় অভিযোগ জানানোর পরিপেক্ষিতে আজ রাতে প্রদীপ রহমানের মামা ও তাঁর অনুগামীরা আমাদের গালিগালাজ করে, হুমকি দেয় ও পরিবারের লোকজনকে মারধর করে। এমনকি বাড়ির উপর চড়াও হয়ে ইঁট, পাথর ছুড়তে শুরু কর। তখন আত্মরক্ষার্থে আমাদের বাড়ির নিরাপত্তারক্ষী তাঁর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূণ্যে এক রাউণ্ড গুলি চালানো হয়।' এই ঘটনায় কিন্তু এখনও বর্ধমান থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।






















