![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Purba Medinipur News: অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ডামাডোল, কাঁথি পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
Contai News: ডামাডোল শুরু হয়েছে তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়।
![Purba Medinipur News: অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ডামাডোল, কাঁথি পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব Purba Medinipur Contai inner conflict in TMC over recruiting temporary staffs Purba Medinipur News: অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ডামাডোল, কাঁথি পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/69e97817cfd6be587771984a42d9e0f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) কাঁথি পুরসভায় (Contai News) অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে তৃণমূলের (TMC) দ্বন্দ্ব প্রকাশ্যে। প্রাক্তন পুর প্রশাসকের বিরুদ্ধে বেআইনি ভাবে কর্মী নিয়োগের অভিযোগ করেছেন পুরপ্রধান। যদিও তা মানতে নারাজ প্রাক্তন পুর প্রশাসক। আর এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
ফের সামনে এল তৃণমূলের অন্তর্কলহ
অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে সামনে এল তৃণমূলের অন্তর্কলহ। প্রাক্তন পুর প্রশাসকের বিরুদ্ধে তোপ দাগলেন বর্তমান পুরপ্রধান। যা নিয়ে ডামাডোল শুরু হয়েছে তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়।
পুরপ্রধান সুবল মান্নার দাবি, পুর প্রশাসক পদে থাকার সময় হরিসাধন দাস অধিকারী প্রভাব খাটিয়ে শতাধিক অস্থায়ী কর্মী নিয়োগ করেছিলেন। কর্মী নিয়োগের সময় কোনও নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।
কাঁথি পুরসভার প্রধান তথা তৃণমূল নেতা সুবল মান্না বলেন, "একটি বাড়িতে দুই-তিনটি চাকরি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা কাজ না করে বাড়িতে বসে বেতন নেন, প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ হওয়ায় পুরসভার কোষাগারে টান পড়ছে।"
আরও পড়ুন: Kolkata News: চাকরিতে বাকি ছিল আর তিন মাস, কর্মরত অবস্থায় গাড়ি চাপা পড়ে বেঘোরে মৃত্যুর পুরকর্মীর
যদিও পুরপ্রধানের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন পুর প্রশাসক। কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল নেতা হরিসাধন দাস অধিকারী বলেন, "আমি যা করেছি আইন মেনেই করেছি এবং তৎকালীন সময় যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে আলোচনা করেই করেছি, বোর্ডের বর্তমান পুরপ্রধানও ছিলেন।"
নিয়োগে বেনিয়মের অভিযোগ
এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া ওনারা কিছু বোঝেন না, এসএসসি থেকে বিভিন্ন চাকরি প্যানেলে দুর্নীতি, তার বাইরে নয় কাঁথি পুরসভাও।" কাঁথির পুরপ্রধান জানিয়েছেন, বেআইনিভাবে নিয়োগ করা অস্থায়ী কর্মীদের ধাপে ধাপে ছাঁটাই করা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)