Purba Medinipur: ব্যর্থ 'নন্দকুমার মডেল', মহিষাদলে হার বাম-বিজেপি জোটের
Left-BJP Alliance: ৭৬টি আসনের মধ্যে মাত্র ৮টি আসনে জয় বাম-বিজেপির।
বিটন চক্রবর্তী, দীপক ঘোষ, অমিত জানা, কলকাতা: মহিষাদলে ফেল নন্দকুমার মডেল। কেশবপুরজালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূলের। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় তৃণমূলের। বাম-বিজেপি 'জোট' পেল ৮টি আসন।
পঞ্চায়েত ভোটের আগে কাজে এল না নতুন কৌশল। কাজে লাগল না নন্দকুমার মডেল। মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে দাগই কাটতে পারল না বাম-বিজেপি ঐক্যমঞ্চ। বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধাক্কা খেল বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ।
দুই সপ্তাহ আগে নন্দকুমারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। সেখানে ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু, এবার সেই কৌশল কাজে এল না মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে।
ভোটের ফলাফল:
সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৭৬টি। তৃণমূল জয়ী হয়েছে ৬৭টি আসনে। বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চের ঝুলিতে গেছে মাত্র ৮টি আসন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। সবমিলিয়ে সমবায়ের ৬৮টি আসনই গেল তৃণমূলের দখলে।
অভিযোগ এবং নাকচ:
বিজেপি নেতা ও আহ্বায়ক এবং সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রামকৃষ্ণ দাস বলেন, 'কালকে বিধায়কের নেতৃত্বে বাইক বাহিনীর দাপ। তাতে মানুষ ভয় পেয়েছেন।' অন্যদিকে তৃণমূল নেতা তরুণকান্তি মণ্ডল এই অভিযোগ মানতে চাননি।
'জোট' অস্বীকার:
বামেদের সঙ্গে জোট হয়নি বলে দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সঙ্গে বামেদের কোনওদিন কোনও জোট হয়নি। হতেই পারে না।'
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ক্রমশ মানুষের সামনে চলে আসবে রামবাম এসব তো জোট হবে তাতে প্রমাণ হয়ে যায় বিরোধীরা দেউলিয়া। একা পারছে না তাই তুমি এসো, তুমি এসো। কোন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা সাফল্য পাচ্ছে, আবার অধিকাংশ জায়গায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছে।'
রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও, মহিষাদলের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল ভোটের চেনা ছবিটাই।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ফের নামবে পারদ! জ্বর-সর্দি নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের