Medinipur Weather: আকাশ পরিষ্কার থাকবে, আজ ও আগামীকাল সামান্য হলেও কমবে ঠান্ডা
Purba and Paschim Medinipur: সকাল থেকেই রোদের দেখা মিলবে। ভোরে এবং রাতের দিকে তাপমাত্রা কম থাকার অনুভূতি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গরম অনুভূত হবে আবহাওয়া আরামদায়ক থাকবে। রোদ উঠলেও আবছা ভাব থাকবে। বাতাসের মান অস্বাস্থ্যকর হতে পারে। রোদে বেশিক্ষণ থাকলে গরম লাগবে। এদিন বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলায় তুলনায় অনেকটাই কমে যাবে, ঠান্ডার অনুভূতি হবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন Real Feel সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশ খানিকটা বেশি হবে। রাতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসের মান অস্বাস্থ্যকর থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৪ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ৭-৮ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় উত্তর দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৮-১৯ কিলোমিটারের আশেপাশে থাকবে। সূর্যাস্তের পরে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সন্ধের পরে শীতের অনুভূতি মিলবে।
আগামীকাল কেমন আবহাওয়া:
শনিবার সকাল থেকেই রোদ উঠবে। এদিন সামান্য হলেও গরম বাড়বে। পূর্ব মেদিনীপুরে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন জেলার সর্বনিম্ম তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। এদিনও বাতাসের মান অস্বাস্থ্যকর হবে। Real Feel-প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। UV Index-৪-এর আশেপাশে থাকবে। এদিনও আবহাওয়ার মান অস্বাস্থ্যকর থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫ টা বেজে ০৪ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৬টা বেজে ১৭ মিনিটে ।
পশ্চিম মেদিনীপুর:
শুক্রবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। real feel- প্রায় একইরকম থাকবে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। জেলায় উত্তর- উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। গড় গতিবেগ ৯-১০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে হতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৪২ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে, ৭৭ শতাংশের কাছাকাছি থাকে। সকালের তুলনায় রাতের দিকে পারদ অনেকটাই নেমে যাবে। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। ভোরে এবং সন্ধেয় সূর্যাস্তের পরে ঠান্ডার আমেজ মিলবে।
শনিবার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। রোদ উঠবে। সকাল থেকেই রোদের দেখা মিলবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে এবং সন্ধের পরে পারদপতন হবে। সেই কারণে তাপমাত্রা নেমে যাওয়ায় ঠান্ডা লাগবে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৬ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৮৩ শতাংশে। ভোরে এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন: কলকাতায় আজ পারদ পতন, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত নাকি বাড়বে উষ্ণতা?