Purulia News: পুলিশ লাইনে হোমগার্ড ও শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার, পুরুলিয়ার বেলগুমায় চাঞ্চল্য
Purulia Crime News: পুলিশ সূত্রে খবর, হেমন্ত হেমব্রমের বাড়ি আড়ষায়। ২০১২ সালে পুলিশের কাছে আত্মসমর্পণের পর, স্পেশাল হোমগার্ডের চাকরি পান হেমন্ত। স্ত্রী-ছেলেকে নিয়ে থাকতেন বেলগুমা পুলিশ লাইনে।
সন্দীপ সমাদ্দার ,পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইনে (Belguma Police Line) স্পেশাল হোমগার্ডের (Special Home Guard)) রহস্যমৃত্যু (Death)। পারিবারিক বিবাদের জেরে ছেলেকে (Son) মেরে আত্মঘাতী স্পেশাল হোমগার্ড, প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের (Police)। কোয়ার্টার থেকে উদ্ধার হয় আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদী হেমন্ত হেমব্রম ও তাঁর ৬ বছরের শিশুপুত্রের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, হেমন্ত হেমব্রমের বাড়ি আড়ষায়। ২০১২ সালে পুলিশের কাছে আত্মসমর্পণের পর, স্পেশাল হোমগার্ডের চাকরি পান হেমন্ত। স্ত্রী-ছেলেকে নিয়ে থাকতেন বেলগুমা পুলিশ লাইনে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
আজ সকালে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে ভেতর থেকে স্পেশাল হোমগার্ডের ৮ নম্বর কোয়ার্টার থেকে দুটি রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, প্রাক্তন মাওবাদী ছিলেন হেমন্ত হেমব্রম । পরে রাজ্য সরকারের প্যাকেজ পাওয়ার আশায় জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি । এরপরই তিনি স্পেশাল হোমগার্ডের চাকরি পান। স্ত্রী ও শিশু সহ থাকতেন বেলগুমা পুলিশ লাইনের স্পেশাল হোমগার্ডের ৮ নম্বর কোয়ার্টারে । সকালে রুমের বিছানা থেকে শিশু ও তাঁর বাবা স্পেশাল হোমগার্ডের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলগুমা পুলিশ লাইনে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, নিহত ওই স্পেশ্যাল হোমগার্ডের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এদিনও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর সোমজিৎ হেমব্রম নামে নিজের ছয় বছরের সন্তানের গলা কেটে খুন করেন হেমন্ত। পরে নিজের গলাতেও ছুরি বসিয়ে আত্মঘাতী হন তিনি। তাঁর স্ত্রী ও এক আত্মীয় হাজারাও হেমব্রম এই দাবি করেছেন।
ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা তদন্তে স্পষ্ট হবে বলে অনুমান।