Jhalda Municipality: তৃণমূলের কি হাতছাড়া ঝালদা ? কাউন্সিলরের 'দল ছাড়া' নিয়ে জল্পনা তুঙ্গে
Jhalda Municipality: পুরুলিয়ার ঝালদা পুরসভা কি এবার শাসকদলের হাতছাড়া হতে চলেছে ? নির্দল থেকে যোগ দেওয়া কাউন্সিলর দল ছাড়তেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদা পুরসভা (Jhalda Municipality) কি এবার শাসকদলের (TMC) হাতছাড়া হতে চলেছে ? নির্দল থেকে যোগ দেওয়া কাউন্সিলর দল ছাড়তেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। যদিও দলত্যাগের কথা স্বীকার করেনি তৃণমূল।
তৃণমূলের কি হাতছাড়া হতে চলেছে ঝালদা ?
পুরুলিয়ার ঝালদা পুরসভায় ফের ডামাডোল। যে নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল, এবার দল ছাড়লেন সেই কাউন্সিলরই। তাহলে কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা? ১২ আসনের ঝালদা পুরসভার ভোটে ৫টি করে আসন ছিল কংগ্রেস ও তৃণমূলের। ২টি আসন দখল করে নির্দল। বোর্ড গঠন নিয়ে তৃণমূল-কংগ্রেস দ্বৈরথের মধ্যে গত ১৩ মার্চ খুন হন কংগ্রেসের জয়ী প্রার্থী তপন কান্দু। তা নিয়ে চরমে ওঠে দু’দলের দ্বন্দ্ব। তার মধ্যেই নির্দল প্রার্থী, শীলা চট্টোপাধ্যায়ের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। পরে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। বৃহস্পতিবার নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া শীলা চট্টোপাধ্যায় দল ছাড়েন। যদিও তৃণমূল নেতৃত্ব তা স্বীকার করেনি। তার মধ্যেই বোর্ড দখলের আশা করছে কংগ্রেস।
আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের
'কিছু ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম'
ঝালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় বলেন, 'কিছু ব্যক্তিগত কারণে তৃণমূল দল ও ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করলাম । বিষয়টি লিখিত ভাবে জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে।' ঝালদা তৃণমূল কংগ্রেস শহর সভাপতি চিরঞ্জীব চন্দ্র বলেন,'দল ছাড়ার খবর পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগে কিছু বলুক, আমি কিছু জানি না দল ছাড়ার ব্যাপারে।' পুরুলিয়ার কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন,' এখন শীলা চ্যাটার্জী নির্দল কাউন্সিলার । আগামী দিনে সমর্থন পেয়ে ঝালদা পৌর বোর্ড দখল করবে কংগ্রেস।' অঙ্কের হিসেবে ঝালদা পুরসভায় এখন তৃণমূলের কাউন্সিলর ৫জন, কংগ্রেসেরও ৫। আর নির্দল ২। দিন কয়েক আগে এক নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। এই পরিস্থিতিতে একজন নির্দল কাউন্সিলরের সমর্থন পেলেই ঝালদা পুরসভা দখল করতে পারবে কংগ্রেস।