Purulia News: 'জলের জন্য দুর্ভোগ..', পৌরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ, প্রকাশ্যে TMC-র গোষ্ঠীকোন্দল
Water Crisis TMC Inner Clash: আবাসনে পানীয় জলের সংযোগের দাবিতে বিক্ষোভ শহরবাসীর

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : আবাসনে পানীয় জলের সংযোগের দাবিতে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ শহরবাসীর । জল সংযোগ দেওয়াকে ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলেরগোষ্ঠী কোন্দল । এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আবাসনের বাসিন্দারা পুরুলিয়া পৌরসভা চত্বরে জমায়েত হয় । সেখান থেকে পৌরপ্রধানের অফিসে পৌঁছে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।
আবাসনে পানীয় জলের সংযোগের দাবিতে বিক্ষোভ শহরবাসীর
আবাসনবাসিদের দাবি, জল সংযোগ পাওয়ার অধিকার সকল পৌরবাসীর। আবাসনবাসীদের বঞ্চনা করা হচ্ছে । বিষয়টি নিয়ে বহুদিন ধরে বারে বারে পৌরসভায় আবেদন জানানো হয়েছে । কিন্তু সমাধান হয়নি । প্রতি বছরই জলের জন্য দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে । তাই এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় ,তার জন্য পৌর প্রধানের কাছে আবেদন জানানো হয়েছে।
'সকলকে পানীয় জলের সংযোগ দেওয়া হোক'
আবাসনে জলের সংঘোগ দেওয়াকে তৃণমূল কাউন্সিলরদের দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে আসে গোষ্ঠীদ্বন্দ । তৃণমূল কাউন্সিলরদের এক পক্ষের অভিযোগ, সকলকে পানীয় জলের সংযোগ দেওয়া হোক । তৃণমূল কাউন্সিলারদের অপরপক্ষের অভিযোগ, আবাসনের বাসিন্দাদের জল সংযোগ দেওয়ার আগে সাধারণ নাগরিকদের জল সংযোগ দেওয়া হোক।
সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান
কিন্তু তা না করেই অবৈধভাবে আবাসনগুলিতে জলসংযোগ দেওয়া হয়েছিল । অভিযোগ জানানোর পর তা বাতিল করা হয়েছে । আবাসনে জল সংযোগ দেওয়ার বিষয়টি আগে বোর্ড মিটিংয়ে আলোচনা করা দরকার । যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান । তাঁর দাবি, সাধারণ মানুষ থেকে আবাসনের বাসিন্দা সকলেই যাতে পানীয় জল পান তার জন্য বসে আলোচনা করা হবে।
আরও পড়ুন, কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন বিমান পরিষেবা ? ব্রিটেন থেকে লগ্নির আহ্বান এবার মুখ্যমন্ত্রীর
চার দিন ধরে জল নেই
অপরদিকে, চার দিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। মাথার ওপর ছাদ নেই। খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে রাত কাটছে। গত ৬ দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে মাটি বসে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। দুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জলে ভাসছে রাস্তাঘাট।






















