পুলিশ ব্যারাক থেকে উদ্ধার এসআইয়ের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পুরুলিয়ায়
প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
![পুলিশ ব্যারাক থেকে উদ্ধার এসআইয়ের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পুরুলিয়ায় Purulia SI hanging body was found from police barak পুলিশ ব্যারাক থেকে উদ্ধার এসআইয়ের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পুরুলিয়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/935d4d71eec75da9bef78e5dc48f90fd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: পুলিশ ব্যারাকের মধ্যে উদ্ধার হল এসআইয়ের ঝুলন্ত দেহ। মৃত সঞ্জয় চৌধুরী কেশপুর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পুরুলিয়ায়। এদিন সকালে ব্যারাকের মধ্যে এই পুলিশ অফিসারকে ঝুলন্ত অবস্থায় দেখেন সহকর্মীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
উল্লেখ্য, এদিনই কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় হুগলির পোলবায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে পোলবারজারুরা দিল্লি রোডের পাশে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পেয়ে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। মৃতদেহ দিয়ে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়ায়। দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়েছে পুলিশ।
স্থানীয়দের অনুমান খুন, করে ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে। যেহেতু পচন ধরেছে সে কারণে স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত মৃতর নাম বা পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনন্ত দুদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। কীভাবে মৃত্যু ময়না তদন্তের পরেই তা জানা যাবে।
গতকালই পূর্ব বর্ধমানে পিকনিক করতে গিয়ে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। পরিবার দাবি করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌরভ অধিকারী (১৯)। বাড়ি মেমারির কোলে মল্লিকাপুরগ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সৌরভ চার বন্ধুর সঙ্গে পিকনিক করতে মেমারি থানার অন্তর্গত নুদিপুর লক গেটের কাছে যায়। পিকনিক করে সবাই বাড়ি চলে গেলেও সৌরভ বাড়ি না ফেরার কারণে সৌরভের পরিবারের লোক তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রথমে না বললেও, পরে জানায় যে সৌরভ ডিভিসির জলে তলিয়ে গেছে।
আরও পড়ুন: Kalimpong Landslide: কালিম্পঙের কাটারেতে ধস, মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের
আরও পড়ুন: North 24 Parganas: ভুয়ো নথি দিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়া চক্রের পর্দাফাঁস, বারাসাতে গ্রেফতার ৪
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)