R G Kar Protest:'কোনও শব্দ নয়, স্তব্ধ থাক রাজ্য' আরজি কর কাণ্ডের একমাসে প্রতিবাদে সামিল হতে পোস্ট সৃজিতের
R G Kar Update: আরজি করের সেমিনার রুম থেকে গত ৯ অগাস্ট উদ্ধার হয় চিকিৎসকের মৃতদেহ। যে ঘটনার একমাস হবে আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার।
কলকাতা: আরজি কর মেডিক্যাল (R G Kar News) কলেজে চিকিৎসক-ধর্ষণ খুনে তোলপাড় সব মহল। পথে নেমে আন্দোলন করছে সব পক্ষ। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। সোমবার চিকিৎসকের মৃত্যুর একমাস পূরণ হবে। আরজি কর কাণ্ডে এক মাসে রাজ্য স্তব্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরজি করের সেমিনার রুম থেকে গত ৯ অগাস্ট উদ্ধার হয় চিকিৎসকের মৃতদেহ। যে ঘটনার একমাস হবে আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার। ওইদিন রাত ৯টায় ৯ মিনিট রাজ্য স্তব্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পোস্ট করা পোস্টে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের একমাসে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থানের ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর এইটবি, মন্দিরতলা, কদমতলা (পাওয়ার হাউস-এ অবস্থানের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ৯ সেপ্টেম্বর রাত ৯টায় ৯ মিনিট কোনও শব্দ নয় স্তব্ধ থাক রাজ্য।
অন্যদিকে, আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ১ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হল। নাম 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। 'রাত দখল'-এর অন্যতম আহ্বায়ক রিমঝিম সিংহ বলেন, "৮ সেপ্টেম্বর তিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে - ধর্মতলা দখল। সেই পোস্টার আমরা দেখেছি। সেই কলেও আমরা থাকার চেষ্টা করব এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টে যেহেতু শুনানি আগামী ৯ তারিখ, তাই ৮ তারিখ রাত্রিবেলায় আমরা এই ডাকটা দিচ্ছি। পাহাড় থেকে সাগর, বাংলার সমস্ত গান, নাটক, নৃত্যশিল্পীর দল বা ব্যক্তি, তাঁদের আহ্বান জানাচ্ছি ৮ তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North 24 Parganas: আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি-খুন, ৫ জনকে সাজা ঘোষণা