(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: বাংলা হয়ে রাহুলের পদযাত্রা, I.N.D.I.A জোটকে আমন্ত্রণ কংগ্রেসের, যোগ দেবে তৃণমূল?
West Bengal News: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা কি ক্ষীণ? তাই কি দু পক্ষের মধ্য়ে এখন প্রবল বাগযুদ্ধ?
কলকাতা: বাংলা হয়ে যাবে রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব, 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ওই মিছিলে সামিল হওয়ার জন্য বিজেপি বিরোধী জোট 'INDIA'-র সব সদস্য়কে আমন্ত্রণ জানাল কংগ্রেস। কিন্তু সংঘাতের আবহে কি রাহুল গাঁধীর পদযাত্রায় যোগ দেবে বাংলার শাসক দল?
বাংলা হয়ে রাহুলের যাত্রা: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা কি ক্ষীণ? তাই কি দু পক্ষের মধ্য়ে এখন প্রবল বাগযুদ্ধ? এই আবহেই শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্য়ায়। এবার বাংলা হয়ে যাবে রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ২০২৪-এর লোকসভা ভোটের আগে, ফের পথে নামছেন রাহুল গাঁধী। ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, ১৪ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাহুল গাঁধী 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ভারত জোড়ো যাত্রায় ১২টি রাজ্য় এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে পেরিয়েছিলেন রাহুল গাঁধী। ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে ১৪টি রাজ্য়ের ওপর দিয়ে। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে রাহুল গাঁধী হেঁটেছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ। আর ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে, ৬৭ দিনে তিনি পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। অর্থাৎ দুই দফায় প্রায় ১১ হাজার কিলোমিটার পথ ঘুরবেন রাহুল গাঁধী। মণিপুর থেকে শুরু হয়ে, ২ দফায় ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে যাবে রাহুলের ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। প্রথমবার, কোচবিহার, শিলিগুড়ি হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর, বিহার থেকে অধীরের খাসতালুক মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে যাবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা।
এই যাত্রাপথে বিরোধীদের জোট 'INDIA'-র সব সদস্যকে আমন্ত্রণ করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “পশ্চিমবঙ্গের ৫২৩ কিলোমিটার এই যাত্রা কভার করবে। রাহুল গাঁধী বাংলায় ৫ দিন থাকবেন। সাতটি জেলার উপর দিয়ে যাবে। প্রতিদিন ২টো করে সভা করবেন রাহুল। এখানে ইন্ডিয়া জোটের সব শরিকদের আমন্ত্রণ করা হয়েছে।’’ কিন্তু বাংলায় আবার অধীর চৌধুরীর সুর চড়া। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। মিলিয়ে নেবেন আমার ভবিষ্যৎ কথা।’’
এখানেই প্রশ্ন উঠছে, 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'য় কি অংশ নেবে তৃণমূল? রাহুল গাঁধীর সঙ্গে পা মেলাবে বাংলার শাসকদলের নেতারা? লোকসভা ভোটকে পাখির চোখ করে, আগামী রবিবার সিপিএমের যুব সংগঠন DYFI-এর ডাকে ব্রিগেডে সমাবেশ। তার ঠিক পরের রবিবার উত্তর পূর্বের হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা শুরু করবেন রাহুল গাঁধী। ২০ মার্চ তা শেষ হবে মহারাষ্ট্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Singur: 'আন্দোলনের সময় আমাদের গুরুত্ব দিয়েছিলেন' চাষযোগ্য জমি ফেরতের দাবি সিঙ্গুরের কৃষকদের