Rail Blockade : ব্যারাকপুরে রেল অবরোধ, চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
Barrackpore Rail Block : স্টেশনের ফুট ওভারব্রিজ সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যারাকপুরে রেল অবরোধ (Barrackpore Rail Blockage)। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ ট্রেন। স্টেশনের ফুট ওভারব্রিজ (Footbridge) সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
নাকাল নিত্যযাত্রীরা
জানা যাচ্ছে, ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ তরফ থেকে এই অবোরোধ শুরু হয় সকাল ৯ টা নাগাদ। এই সময়টায় অফিসযাত্রীদের ভিড় থাকে তুঙ্গে। শিয়ালদা - কৃষ্ণনগর শাখায় যাঁরা যাতায়াত করেন, তাঁরা পড়েন রীতিমতো সমস্যায়। সপ্তাহে প্রথম কাজের দিনে অনেকেই ভেবে পাচ্ছেন না, অফিসে দেরি হওয়া এড়াবেন কীভাবে। আদৌ অফিস পৌঁছতে পারবেন কি না।
আয়লায় ভাঙা ব্রিজ এখনও সারানো হয়নি
আয়লা ঝড়ের পর ব্যারাকপুর ষ্টেশনে (Barrackpore station) একটি ওভার ব্রিজ ভেঙে যায় । নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দারা এই ওভার ব্রিজের উপর খুবই নির্ভর করতেন। তাই তা সারাবার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্ত এত বছর পার হয়ে গেলেও তা সারানো হয় নি। তাই এক প্রকার বাধ্য হয়েই রেল অবরোধের পথ বেছে নিয়েছেন তাঁরা, বললেন অবরোধকারীরা।
অবরোধকারীদের তরফে জানা গিয়েছে, প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিতও করার প্রয়োজন । দিনে দিনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ওভার ব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। দুটি প্ল্যাটফর্মে রেলব্রিজ ব্যবহার করে পৌঁছানো গেলেও, ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রিজটির সম্প্রসারণ হয়নি। ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল করে যাতায়াত করতে হয়। কখনও ট্রেন মিসও হয়ে যায় । সেই কারণেই টানা রেলব্রিজের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা।
সপ্তাহের প্রথম দিন হওয়ার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা।
আরও পড়ুন :
বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial