North Dinajpur: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে পাশাপাশি মোদি-মমতা, রাখিবন্ধনে নতুন চমক বঙ্গের বাজারে
রাজনৈতিক তরজা ভুলে বন্ধনের ছোঁয়া। নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া রাখী বিকোচ্ছে রায়গঞ্জ শহরে।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিগত কয়েক মাস ধরে লাগাতার রাজ্য জুড়ে তো বটেই এমনকী কেন্দ্রেও মোদি-মমতা দ্বৈরথ দেখেছে বঙ্গবাসী। রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ দল হিসাবে উঠে আসে বিজেপি ও তৃণমূল। পর পর একাধিক সভায় নানা বাক্যবাণে পরস্পরকে বিঁধতে ছাড়েননি নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই মহারথীর রাজনৈতিক লড়াই রাজ্যের মানুষের কাছে অচেনা নয়। তবে এবার রাজনৈতিক কাজিয়া নয় বন্ধনের প্রতীক হিসাবে উঠে আসছে মোদি-মমতার মুখ।
রাত পোহালেই ২২ অগাস্ট, রাখিবন্ধন। বিগত কয়েক মাস ধরে চলতে থাকা রাজনৈতিক লড়াইকে উপেক্ষা করেই রাখীর দোকানে উপচে পড়ছে মোদি ও মমতার ছবি সম্বলিত রাখী। মনপসন্দ সেই সমস্ত রাখী দেখেশুনে কিনছেন সাধারণ মানুষও।
রবিবার রাখিবন্ধন উৎসব। ১৯১১ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সৌভ্রাতৃত্ববোধ ও সংহতি বজায় রাখতে রাখিবন্ধন উৎসবের সূচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে গতবছরের মতো এবছরও করোনা আবহেই পালিত হচ্ছে রাখী উৎসব। ফলে এবছরও জেলার অন্যান্য অঞ্চলের মতোই রায়গঞ্জ শহরেও রাখী উৎসবকে ঘিরে খুব বেশি উৎসাহ নেই সাধারণ মানুষের মধ্যে। করোনা আবহে অনলাইন কেনাবেচার দিকে ঝোঁক বেড়েছে সাধারণ মানুষের। ফলে দোকান না গিয়ে অনেকেই অনলাইনে রাখী কিনে নিচ্ছেন। এতেও সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগামিকালই রাখী তাও, অধিকাংশ দোকানেই তেমন ভিড় নেই। তাই ক্রেতাদের আকর্ষণ করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না বিক্রেতারা। সাধারণ রাখীর পাশাপাশি এবারে বিশেষ নজর কেড়েছে নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া রাখী। রাজনৈতিক শত্রুতা ভুলে দুই শীর্ষ নেতার ছবি সম্বলিত এই রাখী পাশাপাশিই ঠাঁই পেয়েছে বিভিন্ন দোকানে। নতুন ধরনের রাখী দেখে উৎসাহিত অনেক ক্রেতাও।
একেই অনলাইনের দাপটে রাখীর দোকানিদের ব্যবসায় এবার ক্ষতি হয়েছে। ব্যবসায় লগ্নী করা অর্থটুকু ফেরৎ আসবে কিনা সেই নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। তবে এই বাজারেও ভালই বিক্রি হচ্ছে মোদি ও মমতার ছবি দেওয়া রাখী।