Rampurhat Fire: রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, দাবি সুকান্তর
বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।
কলকাতা: রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।
ঠিক কী ঘটেছে রামপুরহাটে?
নানুরের পর এবার রামপুরহাট, ২ দশক পরে বীরভূমে ফের হত্যালীলা। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু।
চড়ছে রাজনৈতিক পারদ: রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই আইনের শাসন, ট্যুইট রাজ্যপালের। মুখ্যসচিবের কাছে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট তলব রাজ্যপালের। রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। ওয়াকআউট বিজেপি বিধায়কদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এদিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতিতে উল্লেখ করেন, “দুঃখজনক ঘটনা, সরকার কঠোর পদক্ষেপ করছে।’’ মুখ্যমন্ত্রীর নির্দেশে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের প্রতিনিধি দল। বাংলায় ৩৫৬, কিংবা ৩৫৫ ধারা জারির দাবি অধীর চৌধুরীর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রামপুরহাটে গণহত্যার অভিযোগে সরব হয়েছেন মহম্মদ সেলিমও।
তৃণমূল নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড বলে দাবি ডিজিপি। এডিজি পশ্চিমাঞ্চলের দাবি, "আগুন লাগানো হয়েছিল, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।'' এদিন ডিজিপি বলেন, “প্রতিশোধের আগুন নাকি অন্য কিছু, তদন্ত করবে সিট। এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন সরিয়ে দেওয়া হয়েছে। রামপুরহাটের আইসি ও এসডিপিও-কে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।’’