Ration: রেশনের আটার প্যাকেট খুলতেই কিলবিল করে বেরিয়ে এল পোকা! তুমুল চাঞ্চল্য ডোমজুড়ে
Domjur, Ration Dealer: স্থানীয় রেশন উপভোক্তাদের ভালও করে নজর পড়তে দেখা যায় সেই প্যাকেটের মেয়াদ প্রায় দেড় মাস আগে শেষ হয়ে গেছে।
![Ration: রেশনের আটার প্যাকেট খুলতেই কিলবিল করে বেরিয়ে এল পোকা! তুমুল চাঞ্চল্য ডোমজুড়ে Ration Domjur opening the ration flour packet, the insect came out chirping Ration: রেশনের আটার প্যাকেট খুলতেই কিলবিল করে বেরিয়ে এল পোকা! তুমুল চাঞ্চল্য ডোমজুড়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/47c8778495e5ee7caa8a3d2d9a1a750f1702109935195223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: রেশন দোকান (Ration Shop) থেকে ঘরে আটা (Atta) নিয়ে আসতেই চক্ষু চড়ক গাছ গৃহস্থের। ঘটনাস্থল ডোমজুড়ের (Domjur) শলপ দাসপাড়া এলাকা। বেশ কয়েকটি বাড়িতে রুটি তৈরীর জন্য আটার প্যাকেট খুলতেই কিলবিল করছে পোকা।
স্থানীয় রেশন উপভোক্তাদের ভালও করে নজর পড়তে দেখা যায় সেই প্যাকেটের মেয়াদ প্রায় দেড় মাস আগে শেষ হয়ে গেছে। আর সেই মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট বন্টন করা হয়েছিল স্থানীয় রেশন দোকান থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজুড়ের শলপ অঞ্চলে।
গত বৃহস্পতিবার রেশন দোকান থেকে প্যাকেটবন্দি আটা সংগ্রহ করে নিয়ে আসেন দাসপাড়ার প্রায় তিনশ পরিবার। রাতে যখন সেই আটার প্যাকেট কেটে রুটি তৈরি করতে গেলে দেখা যায় আটার মধ্যেই কিলবিল করছে ছোট ও বড় পোকা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পরের দিন সেই আটার প্যাকেট নিয়ে রেশন দোকানে যান স্থানীয়রা। তাদের অভিযোগ এই পোকা ভর্তি আটা খেলে শরীর খারাপ হতে পারে। যেহেতু ওই আটা শিশুরাও খায় সেজন্য তাদের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এ ব্যাপারে স্থানীয় রেশন ডিলার জানান তারা গোডাউন থেকে প্যাকেট বন্দি ওই আটাই পেয়েছেন। তবে সব সময় দেওয়ার আগে আটা মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখা হয় না।
আরও পড়ুন, আগামী ২-৩ দিনে এক ঝটকায় নামবে পারদ ! কত হবে কলকাতা ও জেলার তাপমাত্রা?
যদিও ডোমজুড় অঞ্চল খাদ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে মুখ না খুললেও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অনন্যা প্রধান জানান বিষয়টি তাদের নজরে এসেছে। তারা এ বিষয়ে তদন্ত করছেন এবং কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংবাদ মাধ্যমের কর্মীরা যেতেই খাদ্য দপ্তরের একাধিক কর্মী খোঁজখবর নিতে পৌঁছন রেশন ডিলারের অফিস ও উপভোক্তাদের বাড়িতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)