Recruitment Scam: 'জাল নথি জমা দিয়ে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছেন ৩০ জন ..' !
CBI On Recruitment Scam : কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা, নিয়োগের মামলায় চিহ্নিত ৩০ জন, চিঠি দিল CBI

নয়াদিল্লি: ITBP, অসম রাইফেলস, CISF, BSF, SSB পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি CBI-এর। কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা দিয়ে নিয়োগের মামলায় অন্তত ৩০ জনের নাম চিহ্নিত।
আশঙ্কা জাল নথি জমা দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছে ওই ৩০ জন। কী নথি জমা দেওয়া হয়েছে, তার তথ্য চেয়ে পাঠাল CBI. রাজ্য সরকারের মহকুমা শাসকের অফিস এবং যারা SCST সার্টিফিকেট তৈরি করে তাদের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন SDO কে তলব করে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার একজন।
তবে শুধুই নিয়োগেই জাল নয়, অতীতে কোভিডের ভ্যাকসিন থেকে শুরু করে ভুয়ো ভোটার, প্রায় প্রতিটা ক্ষেত্রেই ভুরিভুরি ভুয়ো ইস্যু প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন রাজ্য়ের বাসিন্দাদের নাম? এবার এমনই মারাত্মক অভিযোগ করছেন মুখ্য়মন্ত্রী। ইঙ্গিতে তাঁর অভিযোগের আঙুল বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের দিকে।
পাল্টা বিরোধীদের প্রশ্ন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, সেদিকে কেন নজর নেই তৃণমূল সরকারের? মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, যারা এদের পাঠিয়ে বিহারের লোকদের নাম তুলছে অনলাইনে। কেন অনলাইনে হবে? বিজেপি ৪০ লক্ষ ভোট বাড়ল কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কী করেছিলেন? একদিন না একদিন তো বেরোবেই।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিহারীদের নাম তোলা হচ্ছে!ভয়ঙ্কর অভিযোগ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সরাসরি না বললেও, আকারে ইঙ্গিতে তাঁর অভিযোগের আঙুল বিজেপির দিকে এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। মুখ্য়মন্ত্রী বলেন,আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছে। প্রত্য়েক বিধানসভায়। ২০ হাজার থেকে ৩০ হাজার। বাইরের লোকের নাম ঢোকাবে।'
পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভিন রাজ্য় নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এত উদ্বিগ্ন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, সেদিকে তার নজর নেই কেন? কিছুদিন আগেই কেরল থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী 'আনসারুল্লা বাংলা টিমে'র সদস্য মহম্মদ শাদ রাডিকে। বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। কিন্তু গ্রেফতার হওয়ার পরে দেখা যায়, পশ্চিমবঙ্গে ১ টি নয়, দুটি পৃথক বিধানসভার, ২ ঠিকানায়, ভোটার কার্ড বানিয়ে ফেলেছে সে!একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আরেকটি নওদায়। তার ভিত্তিতে পাসপোর্টও বানানো হয়ে গেছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
