Tapas Roy: 'টাকা নিয়ে কাউকে চাকরি দিইনি, কিন্তু গরিব, দলীয় কর্মীদের জন্য সুপারিশ করেছি মাত্র', মন্তব্য তাপস রায়ের
Tapas Roy on Recruitment Scam: ইডির ১২ ঘণ্টার তল্লাশি নিয়ে মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন, 'টাকা নিয়ে কাউকে চাকরি দিইনি, কিন্তু গরিব, দলীয় কর্মীদের জন্য সুপারিশ করেছি।
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগরের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। সকাল ৬.৪০ নাগাদ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি-র আধিকারিকরা। সেই প্রসঙ্গেই এদিন মুখ খুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
নিয়োগ দুর্নীতিতে ইডির ম্যারাথন তল্লাশি নিয়ে তিনি যে বিরক্ত, তাঁর পরিবারও যে বিব্রত তা বারংবার জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, 'কোনও দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নেই, সব রাজনৈতিক প্রতিহিংসা। সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই করেছি, কিন্তু কখনও বাড়িতে পুলিশ আসেনি। টাকার বিনিময়ে চাকরি দেওয়া, কাউকে কলেজে ভর্তি করাকেও ঘৃণা করি। আমার লড়াই সবাই জানে, কীভাবে দুর্নীতিতে আমাকে জড়াল?'
ইডির ১২ ঘণ্টার তল্লাশি নিয়ে মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন, 'টাকা নিয়ে কাউকে চাকরি দিইনি, কিন্তু গরিব, দলীয় কর্মীদের জন্য সুপারিশ করেছি। গরিব কিংবা দলের পুরনো কারও জন্য সুযোগ থাকলে আবার সুপারিশ করব। চাকরির জন্য সুপারিশ করব, কিন্তু কাউকে বঞ্চিত করে নয়। কাউকে চাকরি দেওয়ার সুযোগ পাইনি, কিন্তু সুযোগ পেলে সুপারিশ করব। যারা যোগ্য তারাও যেন বঞ্চিত না হয় সেটাও দেখতে হবে। কোনও কিছুর বিনিময়ে চাকরি হয়না, কাউকে বঞ্চিত করেও হয় না। যা হয়েছে, তাতে আমি অসম্মানিত বোধ করছি। গতকাল যা হয়েছে, তাতে আমার পরিবারের জন্য একটা মানসিক আঘাত'।
আরও পড়ুন, 'শুধু রাম মন্দির নিয়ে মন্তব্য', দীপ্সিতার ভাষণ চলাকালীন আপত্তি যুবকের, বিশৃঙ্খলা রামপুরহাটে !
পাশাপাশি কোনও দুর্নীতির সঙ্গেই যুক্ত না থাকার দাবি তৃণমূল বিধায়কের। তাপস রায়ের কথা, 'তল্লাশি অভিযানে ইডি মোবাইল ফোন-কয়েকটা বায়োডেটা নিয়ে গেছে। বরানগর-সহ অন্য নিয়োগ নিয়ে জানতে চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সহকর্মীদের যাদের নাম বলেছে, তাদের চিনি না তো বলতে পারি না'।
ইডির অভিযানের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তাপসের। তিনি বলেন, 'আমি তৃণমূল করি, তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার'। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে পাল্টা আক্রমণে তৃণমূল বিধায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে