RG Kar Case: RG কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে CBI, মুখ খুললেন অভয়ার বাবা ! কার 'নাম সামনে আসছে না' বললেন ?
RG Kar Case Abhaya Parents On Atin Ghosh : অতীন ঘোষের CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা, কার নাম সামনে আসছে না বললেন অভয়ার বাবা ?

কলকাতা: আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে গেলেন CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিকে অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে প্রতিক্রিয়া দিলেন নিহত চিকিৎসকের বাবা।
আরও পড়ুন, স্কুলে গ্রুপ C ও D পদে নিয়োগের বিজ্ঞপ্তি ! আবেদন করা যাবে কবে থেকে ?
এদিন অভয়ার বাবা বলেন,' অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল। কিন্তু সামনে আসছিল না। আজ হঠাৎ করে এসেছে। একটু ভাল লাগছে আরকি। যখন আমরা টালা থানায় ছিলাম, ৯ তারিখে যে ঘটনাগুলি ঘটেছে, সম্ভবত উনি ছিলেন। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। ১৪ তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি, ওনার নের্তৃত্বে, বা যাদের যাদের চার্জশিট জমা পড়েছে, তাঁদের তাঁদের নের্তৃত্বে হয়েছে।...আরেকজনের নাম সামনে আসছে না এখনও । দেখা যাক, নামটা বলবো না এখন। '
কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দাবি, আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এই প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, যত ভোট আসবে, বিজেপি তত ED, CBI- এর উপরে ভরসা করবে । মধু খেলে জবাব তো দিতেই হবে বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।আর জি কর মেডিক্য়ালের দুর্নীতিকাণ্ডে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে পৌঁছল সিবিআই!এই নিয়ে ৬ দিনের অন্তরে ২ তৃণমূল বিধায়কের বাড়িতে গেল কেন্দ্রীয় এজেন্সি।
গত শনিবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর শুক্রবার কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।শুক্রবার দুপুর ২.১৫ নাগাদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে ঢোকেন CBI-এর দুর্নীতি দমন শাখার অফিসাররা।বাড়ির বাইরে পাহারায় দাঁড় করিয়ে রাখা হয় কেন্দ্রীয় বাহিনীকে।গত বছর, আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্য়কর অভিযোগ! সেই সময় আর জি কর হাসপাতালের রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর রোগী কল্য়াণ সমিতির সদস্য় ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।
এদিন প্রায় ৩ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন সিবিআই-এর অফিসাররা।কাশীপুর-বেলগাছিয়ার ডেপুটি মেয়র ও তৃণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেন , 'তাঁরা (CBI) এসেছিলেন আর জি করের রোগী কল্যাণ সমিতির সময় আমি যে সময়ে ছিলাম স্থানীয় বিধায়ক হওয়ার সূত্রে ছিলাম। সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। ওরা প্রশ্নমালা নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি। ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন।নোটিস পরশুদিন রাতে আমার বাড়িতে এসেছিল।এটা আর্থিক দুর্নীতির সম্পর্কে। উনি জিজ্ঞেস করেছেন রোগী কল্যাণ সমিতির ভূমিকা কী? আমি ৮-১০টা মিটিং (রোগী কল্যাণ সমিতির বৈঠক) অ্যাটেন করেছি। '






















