RG Kar Case: IO নেই, গরহাজির PP! RG Kar মামলায় আদালতের রোষের মুখে CBI!
RG Kar Incident: সিবিআইয়ের উপর কেন ক্ষোভ প্রকাশ করলেন বিচারক? কী বললেন?
কলকাতা: আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা আদালত। সিবিআইয়ের তদন্তকারী অফিসার না আসায় ক্ষুব্ধ বিচারক। 'বিকেল সাড়ে ৪টেয় শুনানি চলছে, এখনও সিবিআইয়ের আইও উপস্থিত নেই' কোথায় আপনার পিপি? সিবিআইকে প্রশ্ন বিচারকের। পিপি রাস্তায় আছে, আসছেন, বিচারককে জানায় সিবিআই। 'সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? মামলার গুরুত্ব বোঝা উচিত', এটা খুব দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারকের।
এ দিন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ হয়েছে। ফের জেল হেফাজতের আবেদন করেছিল সিবিআই। 'এখনও তদন্ত সম্পূর্ণ হয়নি', আদালতে সওয়াল সিবিআইয়ের। সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন সিবিআইয়ের। পাল্টা আদালতে সঞ্জয় রায়ের আইনজীবীর দাবি, 'সঞ্জয় রায় নির্দোষ'।
আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত। খারিজ জামিনের আর্জি, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত।
ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নয় নয় করে একমাস হতে চলেছে, শিক্ষক দিবসে খোলা চিঠি RG করের নির্যাতিতার মায়ের