RG Kar Case: সিবিআই তলব, CGO কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল
DC North in CGO Complex : আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল
কলকাতা: সিবিআই তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল। আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল। সিজিও কমপ্লেক্সে গেলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ-ও। বেরোলেন প্রায় ১ ঘণ্টা পর।
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আরও এক সিভিক ভলান্টিয়ারও। সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চলে জিজ্ঞাসাবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এর আগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-সহ ১০ জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়। এখনও পর্যন্ত ৮৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছে ইডি। সোম ও মঙ্গলবার সন্দীপের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা।অন্যদিকে, CBI-এর দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে।
আরও পড়ুন, ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী
ধর্ষণ-খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় আর জি কর মেডিক্যালের চিকিৎসকের দেহ। সোশাল মিডিয়ায় এই অভিযোগেও সম্প্রতি সরব হন শুভেন্দু অধিকারী।সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল। আর জি কর-কাণ্ডের তদন্তে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নিন্দনীয় ও লজ্জাজনক ভূমিকার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তথ্যপ্রমাণ লোপাট ও হাসপাতালে হামলার ঘটনায় CP-র ভূমিকা নিয়ে প্রশ্ন।বিরোধী দলনেতার অভিযোগ, তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন পুলিশ কমিশনার। এই সম্মানের যোগ্য তিনি নন, রাষ্ট্রপতিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখেছেন বিরোধী দলনেতা।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।