Doctors Protest: কী হবে যৌথ আন্দোলনের রূপরেখা? সিনিয়রদের চিঠি জুনিয়র ডাক্তারদের
Doctors Protest Update: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরাম সহ বেসরকারি চিকিৎসকদের সংগঠন ক্রাইজেড হেলথ প্রফেশনালকে ইমেল করেছে তারা।
কলকাতা: সিনিয়র চিকিৎসকদের (Doctors Protest) ৭টি সংগঠনকে ইমেল জুনিয়রদের। যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে ইমেল করল WBJDF। সন্ধে ৭টায় বৈঠক চেয়েছেন জুনিয়র ডাক্তাররা।
কী হবে আন্দোলনের রূপরেখা?
দাবি ১০ দফা। লক্ষ্য একটাই, রাজ্যে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। সেই দাবি আদায়ে ধর্মতলা ও উত্তরবঙ্গ মেডিক্যালে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। টানা অনশনে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার কেউ শরীর সারিয়ে ফের ছুটে এসেছেন ধর্নামঞ্চে। শরীর ভাঙছে, কিন্তু মনোবল অটুট। অনশনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে প্রতীকী অনশনে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার চিকিৎসকদের ডাকে দ্রোহের কার্নিভালে সামিল হয়েছে নাগরিক সমাজও। এই আবহে এবার যৌথ আন্দোলেনর রূপরেখা তৈরি করতে সিনিয়র চিকিৎসকদের ইমেল করল জুনিয়র চিকিৎসকদের সংগঠন WBJDF। সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনকে ইমেল করা হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরাম সহ বেসরকারি চিকিৎসকদের সংগঠন ক্রাইজেড হেলথ প্রফেশনালকে ইমেল করেছে তারা।
গণ স্বাক্ষর সংগ্রহ অভিযান: এদিকে, বৃহস্পতিবার গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্যোগ নেয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। 'বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ' এই স্লোগানকে সামনে রেখে গণ স্বাক্ষর সংগ্রহ অভিযান করে তারা। ধর্মতলা থেকে ম্যাটাডোরে করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বিলি করা হয় ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট। এদিন ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের গণ স্বাক্ষর অভিযানে সাড়া দিয়েছেন নানা পেশার মানুষ।
চলছে অনশন: ১০ দফা দাবিতে ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে অনশন। অনশন সামিল জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। অসুস্থ হয়ে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন দুই জুনিয়র ডাক্তার আলোক ভার্মা ও সৌভিক বন্দ্যোপাধ্যায়। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তররা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? রফা সূত্র এখনও অধরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো