RG Kar Case: আগামীকাল RG কর-কাণ্ডে ১০০ দিন, ১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কলকাতায়
Silence Protest On RG Kar Case: কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল, কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালেও জ্বালানো হল মোমবাতি
ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্য়ায় ও জয়ন্ত পাল, কলকাতা: আগামীকাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।
আর জি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের বর্বরোচিত ঘটনার পর কেটে গেছে ৩ মাসের বেশি সময়। বিভীষিকাময় ৯ অগাস্টের ১০০ দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফের একবার বিচারের দাবিতে রাজপথে পা মেলালেন অসংখ্য় মানুষ। কোথাও শত মোমবাতির আলো, কোথাও আকাশে উড়ল শত বেলুন। কোথাও ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হল। আর জি কর মেডিক্য়াল কলেজে নির্যাতিতার প্রতীকী অভয়া মূর্তির সামনে ১০০টি প্রদীপ জ্বালিয়ে এদিন প্রতিবাদের গান গাওয়া হয়। আর জি কর মেডিক্য়াল কলেজ চত্বরে মোমবাতি মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা মেডিক্য়াল কলেজে শনিবার বিকেলে জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে দ্রোহ গ্য়ালারির সামনে ১০০ মোমবাতিতে লেখেন - বিচারহীন ১০০ দিন। নীরবতা পালন করেন ১০০ সেকেন্ড। ওড়ানো হয় ১০০টি কালো সাদা বেলুন।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ১০০ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখান এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা। কন্ঠে ছিল - আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মশাল, মোমবাতি, জাতীয় পতাকা হাতে হাইল্য়ান্ড পার্ক থেকে গড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে নামে নাগরিক সমাজ। ব্য়ানারে লেখা ছিল - ফাইট ফর জাস্টিস। গড়িয়া বাস স্ট্যান্ড মোড়ে ১০০ সেকেন্ড নীরবতা পালনের পাশাপাশি মানব বন্ধন করেন তাঁরা।প্রাক্তনীদের সংগঠন সাউথ কলকাতা অ্যালুমনি কালেকটিভের তরফে রাসবিহারীতে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়। চিকিৎসক থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সেখানে উপস্থিত হয়ে বিচারের দাবিতে সোচ্চার হন। আর জি কর কাণ্ডের একশো দিন পার হওয়ার প্রাক্কালে ফের একবার প্রতিবাদে মুখর হল রাজপথ। সবাই বিচারের অপেক্ষায়। শিয়ালদা আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া।
আরও পড়ুন, কসবাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের, 'মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে ?..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।