West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার
West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

Background
সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের ধর্ষিতা হওয়া নাবালিকার।
ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা।
দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সামিল ৪ মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার।
আলোচনার কোনও বার্তা না দিয়ে শুধু ধর্না তোলার নির্দেশ নবান্নের। কিছু হলে, দায় সরকারের, ১০ দফা দাবিতে অনড় থেকে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
রাত থেকে আরেক রাত। ধর্মতলার মঞ্চ তুলতে পুলিশি হুমকির অভিযোগ। ডেকরেটর ফিরতেই নিজেরাই মঞ্চ বাঁধলেন, চৌকি আনলেন জুনিয়র ডাক্তাররা।
থ্রেট কালচার, ৫৯-এর মধ্যে ১০জনকে আর জি কর থেকে বহিষ্কার, হস্টেল ছাড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ।
অতিরিক্ত ৬ মাস বিনা স্টাইপেন্ডে করতে হবে কাজ। ৬ মাস থেকে ১ বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের।
পুজোর মধ্যেই ফের পথে নেমে প্রতিবাদ। বেহালা থেকে তারাতলা-গর্জে উঠল জাস্টিস ফর আর জি কর।
ছাত্রী ধর্ষণ-খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা।
আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। আঁচ কলকাতাতেও। ময়নাতদন্তের জন্য দেহ কাঁটাপুকুর মর্গে আনতেই বিক্ষোভ।
Joynagar Issue: সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত
সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। জয়নগরে বালিকাকে খুন-ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুরতহাল রিপোর্টে পকসোর ধারা যুক্ত করার সামগ্রী আছে, ঘটনায় কেন পকসো ধারা যুক্ত করা হয়নি? বিচারপতির প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।
Durga Puja 2024: তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়
তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সুরুচি সঙ্ঘ, শ্রীভূমি। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ......শুরু ঠাকুর দেখা। পুজোর আনন্দে সামিল তারকারাও। সুরুচি সঙ্ঘের পুজোয় এলেন ব্রায়ান লারা (Brian Lara)। আবার বেহালা ও হাওড়ায় পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।






















