RG Kar Victim Parents Protest: "মেয়ের উদ্যোগে পুজো শুরু হয়েছিল, সেই দিনগুলো ভুলতেই ধর্নায় বসেছি"
RG Kar Doctor Death Protest: মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে বাড়ির উঠোনে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মা।
কলকাতা: মেয়ের উদ্যোগেই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। আর আজ সেই মেয়ের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে বাড়ির উঠোনে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত জুনিয়র চিকিৎসকের (RG Kar Doctor Death case) বাবা ও মা। মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে পঞ্চমীর দিন থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনে ধর্নায় বসার কথা আগেই জানিয়ে ছিলেন তাঁরা। আজ পূর্বনির্ধারিত সেই ঘোষণা অনুযায়ী বাড়ির সামনে ধর্নায় বসে মেয়ের মৃত্যুর সুবিচার চাইছেন অভয়ার বাবা-মা।
আরও পড়ুন: Durga Puja 2024: মুখে কালো কাপড়, RG কর কাণ্ডে দুর্গা পুজোয় অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে
পঞ্চমীর দিন এবিপি আনন্দের সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন RG কর কাণ্ডে মৃত জুনিয়র চিকিৎসকের বাবা। মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় ধর্না মঞ্চে বসে তিনি বলেন, "মেয়ের উদ্যোগেই বাড়িতে দুর্গা পুজো শুরু হয়েছিল। ঠাকুরের ভোগের দায়িত্ব মায়ের ওপর দিয়ে সারা বাড়িতে আল্পনা দেওয়ার পাশাপাশি পুজোর বাকি সমস্ত কাজ নিজের হাতেই করত ও। এই সময়ে বাড়ির মধ্যে বসে থাকা খুবই কষ্টকর। আমাদের স্বপ্ন সব শেষ হয়ে গেছে। সেই দিনগুলো ভুলে থাকতেই বাধ্য হয়ে থেকে ধর্নায় বসেছি আমরা। মেয়ে তো নেই এখন বুকফাটা কান্নাই শুধু সম্বল আমাদের।"
সিবিআই ও সুপ্রিম কোর্টের প্রতি আস্থা জ্ঞাপন করে মৃত চিকিৎসকের বাবা আরও বলেন, "সিবিআইয়ের তদন্তের ওপর আমাদের ভরসা রয়েছে। আশা করি সুপ্রিম কোর্টও সঠিক বিচার করে আমার মেয়ের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেবে। তারই অপেক্ষায় এখন দিন গুনছি আমরা।"
দুর্গাপুজোর সময় ধর্না মঞ্চে বসা নিয়ে নির্যাতিতার বাবা-মা আগেই জানিয়ে ছিলেন, " দুর্গাপুজোর কটা দিন আমরা সবাই মিলে আনন্দে থাকতাম ৷ কিন্তু, এবছর মেয়ের মৃত্যুর শোক বুকে নিয়ে বাইরে উঠোনে ধর্নায় বসব ৷ এই ধর্নামঞ্চ আমরাই করছি ৷ ষষ্ঠী থেকে চারদিন বসব ৷ কাউকেই আমরা আমন্ত্রণ করছি না ৷ যাঁর ইচ্ছা হবে, তিনি আসবেন ৷ তবে তাঁরা মঞ্চে উঠতে পারবেন না, মঞ্চের সামনে বসার জায়গা থাকবে৷"
কুলতলিতে নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়েও আজ মুখ খোলেন মৃত জুনিয়র চিকিৎসকের মা। বলেন, " আজও সেই আট তারিখ। পৃথিবীতে আজ অসুর ভরে গেছে। তুমি এই অসুরদের দমন করে আলো আনো মা। কুলতলিতে যে ঘটনা ঘটেছে তা আমাদের ৮ অগাস্টের ঘটনার কথাই মনে করিয়ে দিচ্ছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।