RG Kar Doctor's Death: RG কর মেডিক্যালে ভাঙচুর, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য 'হনুমান জয়ন্তীর সময়েও দেখেছিলাম..'
HC On RG Kar Attacked Violence: 'ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না?' RG করে হামলার ঘটনায় রাজ্য সরকারকে প্রশ্ন প্রধান বিচারপতির
কলকাতা: আর জি কর মেডিক্যালে ভাঙচুর, হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্য সরকার। 'হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি, কী হয়েছে?', রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
'হঠাৎ করে ৭ হাজার মানুষের একটা দল হাসপাতালে চলে আসে। ব্যারিকেড ভেঙে দেয়, পুলিশ আটকানোর চেষ্টা করে। ১৫ জন পুলিশ কর্মী আক্রান্ত, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তবে ঘটনাস্থল (সেমিনার হল) সুরক্ষিত আছে। ১০০ জন মানুষের জমায়েত হলেও পুলিশ জানতে পারে। হনুমান জয়ন্তীর সময়েও দেখেছিলাম, কীভাবে গন্ডগোল হয়েছিল। সেটা পূর্বপরিকল্পিত ঘটনা ছিল। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না', এটা বিশ্বাস করা কঠিন, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।
'ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না?' রাজ্য সরকারকে প্রশ্ন প্রধান বিচারপতির। '৭ হাজার মানুষ তো হেঁটে আসেনি, তারা নিশ্চই গাড়ি করে এসেছিল' ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন? প্রশ্ন প্রধান বিচারপতির। কাউকে কোনও অনুমতি দেওয়া হয়নি, সওয়াল রাজ্য সরকারের। '৭ হাজার মানুষ মানুষ ওই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল না। ৪০-৫০ জনের একটা দল ভাঙচুর চালায়', আন্দোলনকারীদের পিছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয়, দাবি বিকাশ ভট্টাচার্যর।
আরও পড়ুন, CBI-র তলবের মুখে RG Kar-এর ৪ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি 'ঘটনার রাতে ডিউটিতে ছিলেন..'
বুধবারের রাতের তাণ্ডবের পর আর জি কর মেডিক্যালে গেল CBI-এর টিম। হামলার সঙ্গে কি ধর্ষণ-খুনের যোগ আছে? ঘটনাস্থলের ক্ষতি করা হয়েছে? কেন্দ্রীয় এজেন্সি তা জানার চেষ্টা করছে বলে সূত্রের খবর। অন্যদিকে অপসারিত MSVP থেকে ৮জন ডাক্তারি পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করল CBI. নিহতের বাড়িতেও গেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে CBI.বুধবার রাতের তাণ্ডবের পর বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজে যায় CBI-এর টিম।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।