Doctors Death: আর জি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যু, ডাক্তারির পড়ুয়া আটক, শুরু জিজ্ঞাসাবাদ
Malda News: মৃতার মায়ের দাবি, জোর করে ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে ওই তরুণীকে।

মালদা: আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের এক বছর পার। এবার সেই আর জি করেরই ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্য মৃত্যু হল মালদায়। সরাসরি মৃতার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। মৃতার মায়ের দাবি, জোর করে ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে ওই তরুণীকে। গোটা ঘটনায় দ্রুত তদন্তের দাবি তুলেছেন আর জি কর-এর আন্দোলনকারী চিকিৎসকেরাও।
আর জি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যু, ডাক্তারির পড়ুয়া আটক করা হয়েছে। মালদা মেডিক্যালের ছাত্রকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মালদায় আর জি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্যমৃত্যু হয়। তবে এই ঘটনার নেপথ্যে উঠে আসছে, সম্পর্কের টানাপোড়েন।
মৃত তরুণীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পুলিশ সূত্রে খবর, মালদা মেডিক্যাল কলেজের ছাত্র, পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই তরুণীর। পরিবারের দাবি, সোমবার তাঁর সঙ্গে দেখা করতেই মালদায় এসেছিলেন তরুণী। মৃত ডাক্তারি পড়ুয়ার মায়ের দাবি, দেখা করতে ডেকেছিল। ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে। খাইয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন অভিযুক্ত প্রেমিক।
মৃতের পরিবারের দাবি, বছরখানেক আগে, সোশাল মিডিয়ায় দু'জনের পরিচয় হয়। বাড়িতে সে কথা জানান তরুণী। সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে মালদার এক হোটেলে ছিলেন দু'জনে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তরুণী। বৃহস্পতিবার রাতে মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পুলিশের কাছে করা লিখিত অভিযোগে মৃতের পরিবারের দাবি, লুকিয়ে বিয়ে করেছিলেন দু'জনে। পরবর্তী সময়ে অন্তসত্ত্বা হয়ে পড়েন তরুনী। তখন তিনি উজ্জ্বল সোরেনকে রেজিস্ট্রি করে বিয়ের কথা বলেন। অভিযোগ এ নিয়েই মন কষাকষি চলছিল দু'জনের মধ্যে।
শুক্রবার সকালে, তরুণীর বাড়িতে ফোন করে সেকথা জানান প্রেমিক উজ্জ্বল সোরেন। এরপর অবস্থার অবনতি হওয়ায়, কলকাতায় নিয়ে আসার সময়, পথেই মৃত্যু হয় আর জি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রীর।























