Junior Doctors Protest: 'দরকার হলে গুলি করে দিন, ২ জন একা ছিল বলে... ', কলকাতা পুলিশের 'দুর্ব্যবহার', অবস্থানে জুনিয়র ডাক্তাররা
Dharmatala Sit-in Agitation: জুনিয়র ডাক্তারের সঙ্গে অভব্য আচরণ, লাথি মারার অভিযোগ তুলে এই মুহূর্তে ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে অবস্থানে বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা।
কলকাতা : "দরকার হলে তাঁরা আমাদের গুলি করে দিন। কিন্তু, জানতে চাইছি..জুনিয়র ডাক্তার...যাঁদের তাঁরা বলেছেন পাশে আছি...তাঁদের আন্দোলনের পাশে আছেন... জাস্ট দু'জন একা ছিল বলে ... কলকাতা পুলিশ তখন আসল রূপ মুখোশ খুলে দেখিয়ে দিয়েছে।" কলকাতা পুলিশের বিরুদ্ধে এই ভাষাতেই সরব হলেন ধর্মতলায় অবস্থানরত জুনিয়র চিকিৎসক। জুনিয়র ডাক্তারের সঙ্গে অভব্য আচরণ, লাথি মারার অভিযোগ তুলে এই মুহূর্তে ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে অবস্থানে বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। অভিযুক্তকে নিঃশর্ত ক্ষমতা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা। এই মর্মে তাঁরা কলকাতা পুলিশের হাতে ভিডিও তুলে দিয়েছেন।
কী ঘটনা ?
SSKM থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল আসার পর ওয়াই চ্যানেলে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল তাঁদের। সেই জায়গায় পুলিশের সঙ্গে তাঁদের বচসা বেধে যায় বলে অভিযোগ। পুলিশ তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। এরপরই ঘটনার প্রতিবাদে ধর্মতলার মোড়ে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। মেট্রো চ্যানেলের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের তরফে তাঁদের এই পর্যন্ত মিছিলের অনুমতি ছিল বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করেন। তাঁরা পুলিশকে জানান, তাঁদের কিছু কর্মসূচি রয়েছে। তাঁরা এখান থেকেই তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। ওয়াই চ্যানেলে তাঁরা বসার কথা জানালে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারই মাঝে জুনিয়র চিকিৎসকদের আর একটি দল যারা ওয়াই চ্যানেলে সাংবাদিক বৈঠকের জন্য কিছু আসবাবপত্র নিয়ে এসেছিল। একটি গাড়িতে করে আসবাবপত্র নিয়ে আসা হয়েছিল। অভিযোগ, সেই গাড়িটি পুলিশ আটকায়। সেখানে কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের সঙ্গে অভব্য আচরণ করা হয়। জুনিয়র ডাক্তারকে লাথিও মারা হয়। সেই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় মেট্রো চ্যানেলে বসে পড়েছেন। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা।
এনিয়ে এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, "আজ আমাদের দু'টি কর্মসূচি নেওয়া ছিল। একটা, এসএসকেএম মেডিক্যাল কলেজ থেকে এই পর্যন্ত একটা মিছিলের কথা ছিল। তার সঙ্গে ওয়াই চ্যানেলে সিটিং ডেমোনস্ট্রেশনের কথা ছিল। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া ছিল। আমরা মেট্রো চ্যানেলের অনুমতি চেয়েছিলাম। কিন্তু, তারা সেটি দেয়নি। তার বদলে বিকল্প হিসাবে তারা আমাদের ওয়াই চ্যানেলে করতে বলেছিল। ওয়াই চ্যানেলে আমাদের জুনিয়র ডাক্তাররা ম্যাটাডর এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছিলেন। মিছিলের অপেক্ষা করছিলেন। এই অবস্থায় পুলিশ এসে ম্যাটাডর চালকদের গাড়ি সরিয়ে নেওয়ার হুমকি দেয়। তখন উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান। বলেন, এটা কেন ? আমাদের কর্মসূচির কথা তো জানানো আছে। তাতে তারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অপশব্দ ব্যবহার করেন। কার্যত তাঁদের চ্যাংদোলা করে, লাথি মেরে টানতে টানতে সরিয়ে দেওয়া হয়। এই খবর আমরা পেরে আমরা এখানে এসে বসে পড়েছি। কলকাতা পুলিশের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জানিয়েছি, এই ঘটনায় ধিক্কার জানাচ্ছি। দরকার হলে তাঁরা আমাদের গুলি করে দিন। কিন্তু, জানতে চাইছি..জুনিয়র ডাক্তার...যাঁদের তাঁরা বলেছেন পাশে আছি...তাঁদের আন্দোলনের পাশে আছেন...জাস্ট দু'জন একা ছিল বলে ...কলকাতা পুলিশ তখন আসল রূপ মুখোশ খুলে দেখিয়ে দিয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।