(Source: Poll of Polls)
Manik Bhattacharya: প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য
Supreme Court: বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ মানিক ভট্টাচার্যর। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের।
সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের স্পেশাল লিভ পিটিশন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ মানিক ভট্টাচার্যর। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত ২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অপসারিত পর্ষদ সভাপতি। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। সব পক্ষকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দাখিল করতে হবে। এই দুটো নির্দেশকে চ্যালেঞ্জ করেই মানিক ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের প্রত্যেকটি নির্দেশকে মান্যতা দেয়।
নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা বলেছে ED। চার্জশিটে বলা হয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়। চার্জশিটে আরও বলা হয়েছে, মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই।
আরও পড়ুন: Transport Worker Protest: জেলায় জেলায় আন্দোলন পরিবহণ কর্মীদের, চরম ভোগান্তির শিকার যাত্রীরা