Mid Day Meal: স্কুলে রান্নাই হয়নি মিড-ডে মিল! প্রকাশ্যে প্রধান শিক্ষককে তিরস্কার মন্ত্রীর
Mid Day Meal Controversy: প্রধান শিক্ষক উৎপল গিরি জানান, জ্বালানি না থাকায় রান্না হয়নি। একথা শুনে মন্ত্রী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গৌতম মণ্ডল, সাগরদ্বীপ: আজ দিদির দূত (Didir Doot) কর্মসূচিতে একটি প্রাইমারি স্কুলে (Primary School) পরিদর্শনে গিয়ে মিড- ডে মিল (Mid Day Meal) রান্না না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠলেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন (Sundarban) উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hazra)।
ঠিক কী হয়েছে আজ?
আজ বেলা একটা নাগাদ মন্ত্রী ধবলাট পঞ্চায়েতের বোটখালি কাদম্বিনী প্রাইমারি স্কুলে ঢোকেন। দেখেন স্কুলে মিড- ডে মিল রান্না হয়নি। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী। কেন মিড- ডে মিল হল না তা নিয়ে প্রকাশ্যে প্রধান শিক্ষকের তিরস্কার করেন। প্রধান শিক্ষক উৎপল গিরি জানান, জ্বালানি না থাকায় রান্না হয়নি। একথা শুনে মন্ত্রী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্কুল থেকে স্কুল ইন্সপেক্টরকে ফোন করেন মন্ত্রী। প্রধান শিক্ষককে শোকজ করার নির্দেশ দেন।
এর পাশাপাশি দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন মন্ত্রী। প্রধান শিক্ষক উৎপল গিরি সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে পারেননি। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ৯০ জন। এদিন মন্ত্রী স্কুলে যাওয়ার আগে প্রধান শিক্ষক বাড়ি চলে গিয়েছিলেন। পরে মন্ত্রীর ফোন পেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক।
আরও পড়ুন, নবরাত্রিতে চাঁদ-শুক্রর অবস্থান 'অলৌকিক'! দেবী চন্দ্রঘণ্টার কপালে টিপের দৃশ্যই ফুটে উঠল আকাশে?
সম্প্রতি মিড ডে মিল নিয়ে কেন্দ্রের ইন্ডিয়ান অডিট ও অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের বিশেষ অডিটকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি জানান,উত্তর ২৪ পরগনার স্কুলগুলিতে অডিটের কাজ শুরু হবে। কেন্দ্রীয় দলের উচিত, যে কোনও স্কুলে নির্বাচন করে হঠাৎ পৌঁছে যাওয়া। তিনি আরও লেখেন, নভেম্বরে বেআইনিভাবে মিড ডে মিলের ফান্ডের লক্ষ লক্ষ টাকা হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর তথকথিত প্রশাসনিক পরিদর্শনে কম্বল বিতরণে খরচ হয়েছে। কেন্দ্রীয় অডিট দলের উচিত সেই বিষয়েও তদন্ত করা।
রাজ্যের জরুরি ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা না থাকায় মিড ডে মিলের ফান্ডে নয়ছয় করাকে অভ্যাসে পরিণত করেছে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার। বগটুই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মিড ডে মিলের ফান্ড থেকে।