Sandeshkhali Incident: সন্দেশখালিতে নতুন ট্যুইস্ট! আটক প্রাক্তন সিপিএম বিধায়ক
Sandeshkhali Chaos: বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই আটক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে (Nirapada Sardar) আটক করল পুলিশ। নিরাপদ সর্দার বলেন, 'সকাল ১০টা নাগাদ বাঁশদ্রোণীতে তাঁর বাড়িতে যায় পুলিশ। সেখানে তাঁকে বলা হয় থানার বড়বাবু তাঁকে ডাকছেন।'
বাঁশদ্রোণী থানা এলাকা থেকে আটক করে নিয়ে এসে থানায় রাখা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক (Sandeshkhali EX Cpim MLA) নিরাপদ সর্দারকে। তারপরেই বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা-কর্মীরা। ৭ ও ৮ তারিখ নিরাপদ সর্দার রাজ্য কমিটির মিটিংয়ে ছিলেন। কেন শিবু হাজরা, শেখ শাহজাহানকে না ধরে নিরাপদ সর্দারকে আটক করা হল সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বাম সমর্থকরা। তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবু হাজরা অভিযোগ করেন, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বেই বুধবার তাঁর ভেড়ির অফিস, পোলট্রি ফার্মে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। ওই দিনই সিপিএম নেতার নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন শিবু হাজরা। আর রবিবার কলকাতা থেকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছে পুলিশ। প্রাক্তন বাম বিধায়ক আগেই দাবি করেছিলেন, তিনি ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। অন্যদিকে, অভিযোগকারী তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ রয়েছে। থানায় শিবুর বিরুদ্ধে শ্লীলতাহানি ও অত্যাচারের অভিযোগও দায়ের করেন মহিলারা। তৃণমূল নেতা অবশ্য এখনও অধরা। অন্তরালে থাকা সেই শাসক-নেতার অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ককে। এর আগে নিরাপদ সর্দার বারবার দাবি করেন শেখ শাহজাহান (Sheikh Shajahan) এলাকাতেই রয়েছেন। আশ্রয় নিচ্ছেন দলীয় নেতা-কর্মীর বাড়িতে। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
এদিনই সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা দিয়েছে পুলিশ। এদিন সন্দেশখালিতে যাচ্ছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতা-নেত্রীরা। প্রথমে ন্যাজাটে ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা হয়। বাম নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে ফেরিঘাটের দিকে এগিয়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সন্দেশখালি থানার ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালি থেকে ৬ কিলোমিটার দূরে রামপুরে আটকে দেওয়া হয় বিজেপি প্রতিনিধিদলকে।
আরও পড়ুন: গহীন অরণ্যে লুকিয়ে বহু রহস্য! আমাজনের চমকে দেওয়া এই তথ্য আপনি জানেন?