Sandeshkhali Update: সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি
Sandeshkhali Situation:
সমীরণ পাল, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali Update) কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি। সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন।
নতুন করে ১৪৪ ধারা জারি: সন্দেশখালিতে চতুর্থ দফায় ১৪৪ ধারা জারি করা হল। আজ রাত ১২টা থেকে ২৪ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, এই ৯টি জায়গার মধ্যে রয়েছে ত্রিমোহিনী বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়া, কাঁকবেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার, ধামাখালি ঘাট, হালদার পাড়া।
সন্দেশখালির ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারির নির্দেশে সোমবার স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে চলতি সপ্তাহের মঙ্গলবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত-সহ ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ওই স্থগিতাদেশ আগের নির্দেশিকার প্রেক্ষিতে দেওয়া হয়েছে বলে জানিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ভোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, কোরাকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুচনিখালি বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার, বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট এবং জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় জারি করা হয় ১৪৪ ধারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।