' আমাদের চোর বলে উত্যক্ত করলে এলাকাছাড়া হতে হবে ' ফের হুমকি সৌগতর মুখে
Saugata Roy Case : সৌগত রায় বলেন, ' সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না '
সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা : ফের একবার হুমকি দিলেন সৌগত ( Saugata Roy ) । নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার মামলা ED CBI’এর হাতে গ্রেফতার হয়ে তৃণমূলের দুই হেভিওয়েট এখন জেল হেফাজতে রয়েছেন। এই প্রেক্ষাপটে রাজ্যের শাসকদলকে আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে বিরোধীরা।
চোর স্লোগান
গত কয়েকদিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ( CBI )হাতে ধৃত, পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chattaerjee ) ও অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) ঘিরে উঠেছে চোর স্লোগান! এ নিয়ে বলতে গিয়ে সম্প্রতি কামারহাটির এক সভা থেকে বিরোধীদের উদ্দেশে হুঙ্কার শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ ( TMC MP ) সৌগত রায়ের গলায়! আবারও সেই সুরেই বিরোধীদের কড়া ভাষায় সতর্ক করলেন তৃণমূল সাংসদ।
'ওদের এলাকাছাড়া হতে হবে'
তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, ' সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে। ' দুর্নীতি-বিতর্কে ফের বিরোধীদের হুমকি দিলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের মন্তব্যের এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
সুজনের জবাব
' যত দিন যাচ্ছে সৌগত রায়ের মুখে হুমকি ও দুষ্কৃতী সুর শোনা যাচ্ছে। এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। উনার এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। ' মন্তব্য সুজন চক্রবর্তীর।
শমীকের কটাক্ষ
' তৃণমূলের সন্ত্রাসের রাজনীতিই ফুটে উঠছে সৌগত রায়ের বক্তব্যে, মানুষ প্রত্যাখ্যান করবে' , প্রতিক্রিয়া রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
আরও পড়ুন :
৫ বছরের শিশুকন্যার সামনেই বধূকে করা হয় গণধর্ষণ ! BSF জওয়ানদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে'
কিছুদিন আগেও সৌগত রায়কে এক সভা থেকে বলতে শোনা যায়, ' যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।'
দিলীপের পাল্টা তির
সেদিন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে যেখানে সৌগত রায় শেষ করেছিলেন, এদিন প্রতি আক্রমণে যেন সেখান থেকেই শুরু করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' কেউ কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে নাকি জুতো বানাবেন। মাস্টারমশাইয়ের জুতো ছিড়ে গেছে নাকি? কেউ বলছে বদলা নেব। এসবের হিসেব হবে। সুদে আসলে হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার পার। একটা মারও বাইরে পড়বে না।'
সব মিলিয়ে একে অপরকে হুমকি-হুঁশিয়ারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।