WB School Reopening : রাজ্যে সব স্কুল খুলছে সোমবার, কাল থেকেই যেতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের
West Bengal School Reopening: অবশেষে সেই ছুটি শেষ। কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে খুলছে স্কুল।
কলকাতা : চলতি মাসের ১৩ তারিখ, দেড়মাস গরমের ছুটির পরও, রাজ্যের স্কুলে ফের ছুটি বাড়ানো হয় । গরমের কারণে ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ। দিল্লি বোর্ডের কাছেও পাঠানো হয় বিজ্ঞপ্তির কপি। তারপর থেকে বেশ কিছু স্কুল ফেল অফলাইনে ক্লাস নিতে শুরু করে। এই সিদ্ধান্তের পর পড়াশোনা নিয়ে শিক্ষামহল আশঙ্কা প্রকাশ করে। আগামী বছর পূর্ণ সিলেবাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। এই পরিস্থিতিতে এভাবে ছুটির পর ছুটি চলতে থাকলে, কীভাবে সিলেবাস শেষ হবে, তা-নিয়েও ওঠে প্রশ্ন। করোনার জেরে বছর দু’য়েক এমনিতেই বন্ধ ছিল স্কুল!
তারপর এভাবে ছুটি চলতে থাকলে, পড়াশোনার হাল কী হবে? প্রশ্ন তাদের।এই বর্ধিত গরমের ছুটি দুই পাহাড়ি জেলা, দার্জিলিং ও কালিম্পঙে কার্যকর হয়নি ।
আরও পড়ুন :
ফের পকেটে ছ্যাঁকা, এক লাফে চড়ল চিকেন-ডিমের দর, কত হল ?
৪৫ দিন গরমের ছুটির পর...আরও ১১ দিনের ছুটি! অবশেষে সেই ছুটি শেষ। কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে খুলছে স্কুল। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোভিড বিধি পালনের জন্য অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।
এর জন্য শনিবার থেকে স্কুলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। স্কুলগুলিকে পঠন-পাঠনের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। এই বিষয়ে জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুল শিক্ষাসচিবের তরফে।
দুপুর ৩ টের শিরোনাম
- সঙ্গে আছেন শিবসেনার ৪০ বিধায়ক, নির্দলদের ১২ জন মিলিয়ে মোট ৫২ বিধায়ক। এবিপি আনন্দে প্রতিক্রিয়া একনাথ শিণ্ডের।
- গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে গেলেন শিণ্ডে। সম্ভবত ফিরছেন মুম্বইতে। বিরোধী শিবিরে যোগ দিতে পারেন আরও বিধায়ক।
-মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।
- মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানি ২৯ তারিখ। রণকৌশল বৈঠকে অংশ নিতে শিবসেনা ভবনে আদিত্য ঠাকরে। বাড়ি থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন।
-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর। হাজির মোদি-অমিত শাহ-রাজনাথরা। বিরোধীদের প্রার্থী যশবন্ত পেলেন জেড ক্যাটিগরির নিরাপত্তা।