School Theft: ভাঙল তালা, লন্ডভন্ড ঘর; রাজ্যের একের পর এক স্কুলে চুরি
West Bengal News: সপ্তাহের প্রথম দিন স্কুলের দরজা খুলতে চোখ কপালে উঠে যায় শিক্ষক ও শিক্ষা কর্মীদের।

হিন্দোল দে, কলকাতা ও সুনীত হালদার, হাওড়া: পরপর ২দিন, এবার বেহালার (Behala School) জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দিরে প্রধান শিক্ষকের ঘর সাফ। হাওড়ার (Howrah News) সাঁকরাইলের জোড়া স্কুলেও চুরির ঘটনা ঘটল। একটি স্কুলে তালা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
পরপর স্কুলে চুরি: বাণীতীর্থ গার্লস হাইস্কুল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির। সপ্তাহের প্রথম দিন স্কুলের দরজা খুলতে চোখ কপালে উঠে যায় শিক্ষক ও শিক্ষা কর্মীদের। দেখা যায় প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা, কোলাপসিবল গেটের একাংশ কাটা ঘরের সব আলমারি হাট করে খোলা। স্টাফ রুম থেকে শুরু করে অন্যান্য ঘরেও দুষ্কৃতীরা ঢোকে। গোটা ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। কর্মীরা স্কুলে এসে দেখেন ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। দরজা ভাঙা, তালা ভাঙা, নগদ টাকা চুরি হয়ে গেছে। CC ক্যামেরার হার্ডডিক্স চুরি হয়ে গেছে। পুলিশ মনে করছে একটি চক্রই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে বেহালা থানা। প্রধান শিক্ষক সুজিতকুমার হাজরা বলেন, "তিনদিন স্কুল ছুটি ছিল, ছুটির পর যখন স্কুলে এসে ঘর খোলা হয়, প্রধান শিক্ষকের ঘর, অফিস ঘর এবং স্টাফ রুমের দরজা ভাঙা। প্রত্যেকটা আলমারি ভাঙা। লকারগুলোও ভাঙা, আমরা আমাদের ওপর মহলে জানিয়েছি বিষয়টা, থানাতেও জানিয়েছি, স্কুলের লেটার হেড, প্রধান শিক্ষকের স্ট্যাম্প, যেগুলো সামনে রাখাছিল, সেগুলো দেখছি নেই।''
বাণীতীর্থ গার্লস হাইস্কুলের মতোই দোলের আগের দিন, বৃহস্পতিবার ছুটি পড়ে জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দিরে। বাণীতীর্থ গার্লস হাইস্কুলে কেয়ারটেকার বরিবার গাছে জল দিতে গেলে লুঠের ঘটনা জানাজানি হয়। তবে কি একই দিনে দুটি স্কুলে চুরি হয়েছিল? আগাম পরিকল্পনা করে ছুটির দিনে একাধিক স্কুলে লুঠের ছক কষে অভিযুক্তরা? পর পর দুটি স্কুলে এইভাবে লুঠপাটের ঘটনায় আতঙ্কে পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। এখনও চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের হদিশ পেতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে হাওড়ার সাঁকরাইলের পরপর দুটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় ফর বয়েজ ও সাধারণ বিদ্যালয় ফর গার্লস স্কুলে চুরি হয়। তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। সিসিটিভিতে দুজন দুস্কৃতীকে দেখা যায়। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে এই দুটি স্কুলের পাশাপাশি মুফতি মিস্ত্রি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা হলেও তালা ভাঙতে পারেনি দুস্কৃতিরা।
আরও পড়ুন: HS Exam 2025: সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ, গ্রেফতার ২






















