Viral Video: ত্রিকোণ প্রেমের জের, তরুণীকে বিবস্ত্র করে বেধড়ক মার তরুণী ও দুই সঙ্গীর
সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ওই তরুণীকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে কয়েকজনকে।
![Viral Video: ত্রিকোণ প্রেমের জের, তরুণীকে বিবস্ত্র করে বেধড়ক মার তরুণী ও দুই সঙ্গীর Siliguri Matigara girl beaten up by another girl in Triangular love tussle, video goes viral Viral Video: ত্রিকোণ প্রেমের জের, তরুণীকে বিবস্ত্র করে বেধড়ক মার তরুণী ও দুই সঙ্গীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/163f43c745164ab2f059b09943ef6f02_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিলিগুড়ি, বাচ্চু দাস: ত্রিকোণ প্রেমের জের। শিলিগুড়ির মাটিগাড়ায় যুবতীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ।পরে সেই ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার অভিযোগে এক যুবতী-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ওই তরুণীকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে কয়েকজনকে।
স্থানীয় সূত্রে খবর, এক যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে নির্যাতিতা ও এক যুবতীর মধ্যে টানাপোড়েন চলছিল। অভিযোগ, তার জেরে ওই যুবতী গত ১০ অগাস্ট কয়েকজন মহিলা ও দুই যুবককে নিয়ে সটান দুই সঙ্গীকে নিয়ে মাটিগাড়ার বাসিন্দা যুবতীর বাড়িতে গিয়ে চড়াও হন ওই অভিযুক্ত। এরপর সবাই মিলে নির্যাতিতাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। পরে সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। নির্যাতিতার বাড়িতে ভাঙচুর ও লুঠপাটও করা হয় বলে অভিযোগ।
তদন্তে নেমে ১২ অগাস্ট অভিযুক্ত যুবতী ও এক যুবককে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধান চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)