Siliguri: টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ শিলিগুড়িতে, গ্রেফতার ৩
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। উল্লেখ্য শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব একটি ক্যাম্প থেকে একজনকে ফর্ম ফিলাপ করে টাকা নেওয়ায় হাতেনাতে ধরেন ও পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।
বাচ্চু দাস, শিলিগুড়ি: লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিলাপ করিয়ে টাকা নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। সেই ক্যাম্পের বাইরে অতিন্দ্র মজুমদার, নবাব রায় চৌধুরী ও অপর্না রায় চৌধুরী লক্ষীর ভান্ডারের ফর্ম ফিলাপ করিয়ে দিয়ে প্রতি ফর্ম পিছু টাকা নিচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। উল্লেখ্য শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব একটি ক্যাম্প থেকে একজনকে ফর্ম ফিলাপ করে টাকা নেওয়ায় হাতেনাতে ধরেন ও পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এর পাশাপাশি পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন। সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী জানান, ধৃত অতিন্দ্র মজুমদারকে তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় শিলিগুড়ি থানার পুলিশ।
এর আগে ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প‘ -এর ফর্ম পূরণ করার জন্য় টাকা নেওয়ার সময় শিলিগুড়িতে হাতেনাতে পাকড়াও করা হয়েছিল এক যুবককে। ক্যাম্প পরিদর্শনের সময় অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে’র ফর্মপূরণ করতে নেওয়া হচ্ছে টাকা! ঠিক যেন, ‘ফেলো কড়ি, মাখো তেল!’ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নাতেনাতে ধরেছিলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। তিনি অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে তুমি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য বসে আছো? চল, চল এখান থেকে। বের হও এখান থেকে।’ অভিযুক্ত যুবক বলার চেষ্টা করেন, ‘জিনিসপত্র তো নিতে দেবেন।’ গৌতম দেব পাল্টা বলেন, ‘কিছু নিতে হবে না। এই এখনই কিন্তু ঠুকে দেব।’ রাজ্যজুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে নানারকম বেআইনি কাজকর্মের অভিযোগ আসছে।