Tata Motor Case:'বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা', টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত শুভেন্দুর
ন্যানো বিদায়ের ১৫ বছর পর সিঙ্গুরে ধাক্কা খেল রাজ্য সরকার, মমতাকে তীব্র আক্রমণ শানিয়ে কী বললেন শুভেন্দু ?
কলকাতা: 'মমতার জন্য সিঙ্গুর ছাড়লাম', বলেছিলেন রতন টাটা (Ratan Tata)। তবে রাজ্যের অন্যতম এই বড় বিষয়টি (Tata Motor Case) নিয়ে বহু জল ঘোলার পর, বাইশ সালে শিলিগুড়িতে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা (Mamata Banerjee) এই অভিযোগ উৎখাত করে বলেছিলেন, 'তিনি নন, টাটাকে তাঁড়িয়েছে সিপিএমই।' যদিও বছর পেরোলেই, বিষয়টি এতটুকুও ফিকে হয়নি। মূলত বাংলায় এই শিল্পের সঙ্গে জড়িয়ে ছিল বহু যোগ্য বেকারদের কর্মসংস্থান। যা আরও বিতর্ককে উসকে দেয়। তাই একুশে তৃতীয়বার সরকার গঠনের পর মমতার মুখে শোনা গিয়েছিল মূল্য লক্ষ্য হবে এবার কর্ম সংস্থানই। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মলনে তেমন আশাও দেন শিল্পকর্তারা। তবে অতীতের এই ক্ষতি ভরাট করা যাবে কি ? এই প্রশ্নের মাঝেই টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে মমতাকে তীব্র আক্রমণ করে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ট্যুইটে শুভেন্দু বলেছেন, বাংলার শিল্পের সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।নিজের রাজ্য়েই চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ হওয়া থেকে প্রতারিত হতে হয়েছে। আজকের রায় বাংলার শিল্প বিপর্যয়ের ওপর নুনের ছিটে।' উল্লেখ্য, ন্যানো বিদায়ের ১৫ বছর পর সিঙ্গুরে ধাক্কা খেল রাজ্য সরকার।টাটা মোটরস বিবৃতি দিয়ে জানিয়েছে,ন্যানো কারখানা না হওয়ায় টাটাকে সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। ২০১৬-র ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সুদ দিতে হবে। ট্রাইবুনালের রায় অনুযায়ী, রাজ্য সরকার যতদিন না ক্ষতিপূরণ দিচ্ছে ততদিন সুদ দিতে হবে। ৭ বছরে ১১% সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে', মামলার খরচের জন্য ডব্লুবিআইডিসি-কে'দিতে হবে আরও ১ কোটি টাকা,বিবৃতি টাটা মোটরসের।
I certainly welcome the Landmark Ruling of a Three-Member Arbitral Tribunal, which has directed The West Bengal Industrial Development Corporation (WBIDC) to pay Rs 768.78 crore to Tata Motors, alongwith an interest of 11 per cent per annum from September 1, 2016 till actual… pic.twitter.com/Cw1Ouo1JlX
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 30, 2023
আরও পড়ুন, 'ভাল আছেন জ্যোতিপ্রিয়, জেরার মুখোমুখি হতে সক্ষম..', মত মেডিক্যাল বোর্ডের
এই বিষয়টি নিয়ে আগে থেকেই কথা উঠেছিল। সুপ্রিম কোর্টের রায়ের আগে থেকেই এই কথা উঠেছিল। রাজ্যের সঙ্গে যা চুক্তি হয়েছিল, তার ভিত্তিতেই কারখানা না হওয়ায় টাটা মোটরস ট্রাইবুনালে যায়। এই রায় রাজ্য সরকার মানছে না কি আদালতে চ্যালেঞ্জ করছে, সেদিকেই তাকিয়ে সকলে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, তিন জনের প্যানেলে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য আদালতে যেতে পারে।
Singur Plant case | Tata Motors says, "The aforesaid pending arbitral proceedings before a three-member Arbitral Tribunal has now been finally disposed of by a unanimous award in favour of Tata Motors Limited (TML) whereby the claimant (TML) has been held to be entitled to… pic.twitter.com/ivr34191GM
— ANI (@ANI) October 30, 2023