SIR Notice : এবার SIR-শুনানিতে ডাক ফুটবলকর্তা টুটু বোসকে ! ডাকা হল পরিবারের বাকিদেরও
এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হল মোহনবাগান ও ফুটবলের অন্যতম কর্তাব্যক্তি, প্রাক্তন সাংসদ, টুটু বোসকে। এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কুণাল ঘোষ।

কলকাতা : কবি থেকে ক্রিকেটার, নেতা থেকে অভিনেতা, SIR-শুনানিতে ডাক পেয়েছেন সকলেই। এবার সেই তালিকায় জুড়ল দেব থেকে মহম্মদ সামির নামও! তার আগেই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন প্রবীণ কবি-সাহিত্যিক জয় গোস্বামী। এবার এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হল মোহনবাগান ও ফুটবলের অন্যতম কর্তাব্যক্তি, প্রাক্তন সাংসদ, টুটু বোসকে। এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কুণাল ঘোষ।
সকালে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, 'বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। 19 জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।'
কিছুদিন আগেই কবি জয় গোস্বামীর কাছেও পৌঁছয় SIR-এর হাজিরার নোটিস। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফে কবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্য়া সমাধানের আশ্বাস দেওয়া হয়। শুনানির শেষে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর মধ্যে আর কারা কারা ডাক পান, সেটাই দেখার।
Breaking:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 13, 2026
বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। 19 জানুয়ারি তাঁদের…






















