KMC Agitation: ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ
Kolkata News: পুরসভার ভিতরে টানা অবস্থান-বিক্ষোভে অনুমতি দেয়নি পুরসভা। শুধুমাত্র টিফিনের বিরতিতে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ। বাম সমর্থিত ক্লার্কস ইউনিয়নের ডাকে কর্মবিরতি। টানা দুদিনের অবস্থান-বিক্ষোভ এবং কর্মবিরতির কর্মসূচি। পুরসভার ভিতরে টানা অবস্থান-বিক্ষোভে অনুমতি দেয়নি পুরসভা। শুধুমাত্র টিফিনের বিরতিতে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়। অনুমতি না মেলায় পুলিশ জোর করে বিক্ষোভকারীদের তুলে দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা।
বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলন অব্যাহত: বকেয়া DA-র দাবিতে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান আজ ২৮ দিনে পড়ল। অনশনের ১৪ তম দিনে অসুস্থ সুজাতা সাহা নামে আরও এক আন্দোলনকারী। বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ধর্মঘটে সামিল হতে অনুরোধ করা হয়েছে।
অবস্থান বিক্ষোভ, অনশন, টানা দু-দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর এবার রাজ্যের সব সরকারি দফতরে ধর্মঘটের ডাক। বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চ। তবে প্রথমে ৯ মার্চ ধর্মঘটের দিন ঘোষণা করা হলেও, পরে তা একদিন পিছিয়ে ১০ তারিখ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯ মার্চ, মাধ্যমিকের শারীরশিক্ষা ও মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে। ফলে সেদিন প্রায় ১ লক্ষ ৬৩ হাজার পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা। এই প্রেক্ষাপটেই এদিন ধর্মঘট একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চ।
ঝাঁঝ বাড়ছে আন্দোলনের: বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে বৃহস্পতি ও শুক্রবার অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভার কর্মীদের বামপন্থী সংগঠন KMC ক্লার্কস ইউনিয়ন। অন্যদিকে, বকেয়া ডিএ এবং মোদি সরকারের শিক্ষানীতি রুপায়নের দাবিতে ১০ মার্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরএসএস প্রভাবিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। ওই দিন কলেজ স্ট্রিট থেকে জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Birbhum News: বোমা বিস্ফোরণে জখম ৪ শিশু, কাটছে না আতঙ্ক মল্লারপুরের গ্রামে